স্পোর্টস ডেস্ক : অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সব ঠিক থাকলে আগামী ২৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলবে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ।
অস্ট্রেলিয়ার নিয়মিত টি-টোয়েন্টি স্কোয়াডের বেশ কজন সদস্য আসবেন না বাংলাদেশ সফরে। শেষ দিকে ইনজুরির শিকার হয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও।
ঢাকায় আসার পর তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামী ৩ আগস্ট বাংলাদেশের সাথে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে অসিরা।
এরপর ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ। তারপর একদিন বিরতি। আবার ৬ ও ৭ আগস্ট পরপর দুদিন আরও দুটি ম্যাচ। ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট হবে সফরের শেষ ম্যাচ।
সান নিউজ/ এমএইচআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            