খেলা

ওয়েস্ট ইন্ডিজ দল দেখে অবাক মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের জন্য খেলোয়াড়দের দেশের বাইরে সিরিজ না খেলার স্বাধীনতা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)। কেউ সরে দাঁড়ালে তা ভবিষ্যতে তার খেলার পথে বাধা হবে না। সেই সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা।

তাইতো আসছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে করোনা আতঙ্কে বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কট্রেল ও শাই হোপরা। পাশাপাশি পারিবারিক কারণে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আরও দুই-একজন। নতুন চেহারায় ক্যারিবিয়ানরা আসছেন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এমন দল দেখে হতাশ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

নিয়মিত খেলোয়াড়দের ছাড়া ওয়েস্ট ইন্ডিজের এই দল দেখে বিস্ময় লুকাননি বাঁহাতি ব্যাটসম্যান। বুধবার (৩০ ডিসেম্বর) মুমিনুল বলেন, ‘খানিকটা অবাক হয়েছি ওদের দলটা দেখে। প্রতিষ্ঠিত অনেক ক্রিকেটারই নেই। আমরা এতদিন পর খেলতে নামছি। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল, ওরা ওদের সেরা দলটাই নিয়ে আসবে। শুধু আমি না, সবার একই প্রত্যাশা ছিল।’

চাইলেও মুমিনুল নিজের জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বলতে পারেন না। পারেন না রাগ-ক্ষোভ কিংবা হতাশা ব্যক্ত করতে। তাতে ক্রিকেটীয় স্পিরিটে বাধা পড়ে। তবে প্রতিপক্ষ হিসেবে সফরকারী দলকে অবমূল্যায়ন কিংবা দুর্বল মনে করছেন না টেস্ট অধিনায়ক। তার সোজা কথা, ‘মাঠে নামলে তো আসলে কোন বোলারকে খেলছি, সেটা মাথায় থাকে না। আমার বোলাররা কোন ব্যাটসম্যানকে বল করছে, সেটাও বিবেচনা করে না। তারা খেলতে নামবে জাতীয় দলের জার্সিতে। আমরাও তাই। মনোভাব পাল্টাবে না।’

মুমিনুলের হাত ধরে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু করেছে। ভারতে দুটি এবং পাকিস্তানে একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই তার দল অসহায় আত্মসম্পর্ণ করেছে। এবার ঘরের মাঠে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। প্রতিপক্ষ যে-ই হোক মুমিনুল পাক্কা ৬০ পয়েন্ট পকেটে পুরতে চান।

টেস্ট অধিনায়ক বলেছেন, ‘আমাদের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই অনেক গুরুত্বপূর্ণ। আমরা তিনটি ম্যাচ খেললেও এখনও পয়েন্ট পাইনি। আমাদের কাছে ভালো সুযোগ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে পয়েন্ট সংগ্রহের। চেষ্টা অবশ্যই থাকবে দুইটি ম্যাচ জেতার। তাহলে পূর্ণ ৬০ পয়েন্ট পাওয়া যাবে।’

এজন্য খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান টেস্ট অধিনায়কের, ‘কেউ যদি প্রতিপক্ষকে হালকা করে নেয় তাহলে সে ভুল করবে। আমাদের সর্বোচ্চ সুযোগকে কাজে লাগাতে হবে। নিজেদের শক্তি দিয়ে খেলতে হবে। মাথায় থাকতে হবে আমরা দীর্ঘদিন পর মাঠে ফিরছি। সেজন্য নিজেদের কাজটাও ঠিকঠাক ভাবে করতে হবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিবাকরকাঠী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকা...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিপিবি প্রার্থী শ. ম. কামাল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়নপ...

ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭...

মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা...

সিরাজদীখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বড় বাজারের কাঠপট্টি এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড...

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুস সালামের নেতৃত্বে বিএ...

কুষ্টিয়ায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপু...

ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ জনকে জরিমানা

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রোববার (২৮ ডিসেম্বর) দুপুর...

বোয়ালমারীতে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদের চে...

দিবাকরকাঠী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা