খেলা

রোনালদোর জোড়া গোল উড়েগেলো মেসির বার্সা

স্পোর্টস ডেস্ক : ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির লড়াইটা অন্য সবকিছুকে ছাড়িয়ে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইউভেন্তাসের মাঠে মেসির এক গোলে প্রথম লেগ বার্সা জিতেছিল ২-০ ব্যবধানে। আর ক্যাম্প ন্যুতে তাই ছিল রোনালদোর পালা। মেসি এক গোল করেছিলেন তার দলের বিপক্ষে আর রোনালদো দুই গোল করে নিজের দলকে জেতালেন ৩-০ ব্যবধানে।

ক্যাম্প ন্যুতে ম্যাচ শুরুর আগেই আলোচনার শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বিতা। কে এগিয়ে যাবে এবারের লড়াইয়ে? মেসি নাকি রোনালদো? দিন শেষে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোই এগিয়ে গেলেন।

বার্সার ঘরের মাঠে মাত্র ১২ মিনিটের মাথায় ডি বক্সে রোনালদোকে ফাউল করে বসেন বার্সার তরুণ ডিফেন্ডার আরাহো। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া রোনালদোকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিতীয়বার ভাবতে হয়নি রেফারিকে। পেনাল্টি স্পট থেকে ঠান্ডা মাথায় টার স্টেগানকে বাঁ দিকে পাঠিয়ে দিয়ে সোজাসুজি শটে বল জালে পাঠান পর্তুগিজ এই মহাতারকা। ক্যাম্প ন্যুয়ে ১৩ মিনিটেই রোনালদোরা এগিয়ে ১-০ ব্যবধানে।

রোনালদোর গোলের মাত্র মিনিট সাতেক পর হুয়ান কুয়াদ্রাদো রোনালদো ও ম্যাকেনিকে লক্ষ্য করে দুর্দান্ত এক ক্রস দেন। পেনাল্টি অঞ্চলে থাকা ম্যাকেনি হাওয়ায় ভেসে দুর্দান্ত অ্যাক্রোবেটিক শটে বল জালে জড়ালে ম্যাচের ২০ মিনিটের ভেতরেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ইউভেন্তাস।

ম্যাচের ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইউভেন্তাস গোলরক্ষক জানলুইজি বুফনেরও। মূলত অভিজ্ঞ এই ইতালিয়ান গোলরক্ষকের দেয়ালই ভাঙতে পারেননি মেসি। লক্ষ্যে সাতটি শট ছিল তার, এর একটিও জালে যায়নি। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসি গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠেন, দ্বিতীয় গোল হজমের পর ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শট নেন মেসি তবে তার আর গোলের মাঝে বাধা হয়ে দাঁড়ান জানলুইজি বুফন।

এভাবে আক্রমণ পালটা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় ইউভেন্তাসের ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধের শুরুতে রোনাল্ড কোম্যান ত্রিনকাওকে তুলে নিয়ে মাঠে নামান মার্টিন ব্র্যাথওয়েটকে। আক্রমণভাগ আরও শক্তিশালী করে বার্সা। তবে বার্সার জন্য কাল হয়ে দাঁড়ায় নিজেদের রক্ষণ। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ম্যাকেনির নেওয়া শট বার্সা ডিফেন্ডার ক্লেমেন্ট লেংলের হাত লেগে প্রতিফলিত হয়। এবার ভিএআরের সহায়তা নিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে আবারও স্টেগানকে বোকা বানিয়ে বল জালে জড়ান রোনালদো। আর দলকে এগিয়ে নেন ৩-০ গোলের ব্যবধানে। মূলত সেখানেই ম্যাচ জিতে নেয় রোনালদোরা।

২০১৬ সালের পর এই প্রথম গ্রুপ পর্বের ম্যাচে হারল বার্সেলোনা।

খেলার ৫৮ মিনিটে যদিও ম্যাচে ফেরার সুযোগ আসে বার্সার সামনে। লিওনেল মেসির নেওয়া ফ্রিকিক থেকে মাথা ছোঁয়ান গ্রিজম্যান, যা বুফনকে ফাঁকি দিলেও গোলবারে লেগে বাইরে চলে গেলে বার্সা গোল বঞ্চিত হয়। এরপর ম্যাচের ৭৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর ফ্লিক করা বল রোনালদো শট নেন, তবে বল জালে জড়ান লেওনার্দো বনুচ্চি। কিন্তু লাইনসম্যান জানিয়ে দেন বনুচ্চি ছিলেন অফসাইডে। আর তাই তো ক্যাম্প ন্যুতে চার গোলে এগিয়ে যাওয়া হয়নি রোনালদোদের।

শেষ দিকে ২০ গজ দূর থেকে লিওনেল মেসির নেওয়া শট বুফন ফিরিয়ে দিলে ক্যাম্প ন্যু থেকে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউভেন্তাস। এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থেকেই পরের পর্বে জায়গা করে নিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ছয় ম্যাচে ৫টি জয় আর একটি পরাজয় দুই দলেরই তবে মুখোমুখি দেখায় গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে থাকল ইউভেন্তাস। দুই দলেরই পয়েন্ট সংখ্যা সমান ১৫।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিবাকরকাঠী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিবাকরকা...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সিপিবি প্রার্থী শ. ম. কামাল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনয়নপ...

ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭...

মুন্সীগঞ্জে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা...

সিরাজদীখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বড় বাজারের কাঠপট্টি এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড...

যশোর-৬ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

যশোর-৬ (কেশবপুর) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মা...

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে বিভ...

কারওয়ান বাজারে চাঁদাবাজ বিরোধী মানববন্ধনে হামলা, ব্যবসায়ীদের পাল্টা ধাওয়া

ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্...

দলের সকল কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করলেন নুসরাত তাবাসসুম

নির্বাচনকালীন সময়ে দলের সকল কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় না...

চতুর্থ দিনের মতো হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা