খেলা

তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক:

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে দেখা যাচ্ছে না মুশফিককে এটা প্রায় নিশ্চিত। কারণ, প্রধান নির্বাচক জানিয়েছেন পাকিস্তানে অনুষ্ঠেয় একমাত্র ওয়ানডেতে যাদেরকে খেলানো হবে, তারাই তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন। সেক্ষেত্রে পাকিস্তান সফরে যাবেন না মুশফিক।

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হবে ৪ মার্চ। কিন্তু এর আগেই দল ঠিক হয়ে গেছে। তৃতীয় ওয়ানডের জন্যও একই দল ঘোষণা করা হবে। তৃতীয় দফার পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানো মুশফিকুর রহিমও থাকবেন স্কোয়াডে। তবে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হবে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, তৃতীয় ওয়ানডের স্কোয়াডে কোনো পরিবর্তন আসবে না। আগের ১৫ জনকেই স্কোয়াডে রাখা হবে।

দল ঘোষণার ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেছেন, 'এই ১৫ জন থেকেই দল করব, বাইরে থেকে কাউকে আনা হবে না।'

স্কোয়াড পরিবর্তন করা না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে পরিবর্তন আসবে। এই ম্যাচে বিশ্রামে রাখা হবে মুশফিককে। প্রধান নির্বাচক জানিয়েছেন, পাকিস্তানে অনুষ্ঠেয় একমাত্র ওয়ানডেতে যাদেরকে খেলানো হবে, তারা তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন।

মুশফিক যেহেতু পাকিস্তান সফরে যাবেন না, এ কারণে তৃতীয় ম্যাচের একাদশে তাকে বিবেচনার বাইরে রাখা হবে। পাকিস্তান সফরে ভাবনায় নেই, এমন আরও কয়েকজনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। তৃতীয় ম্যাচে অভিষেক হতে পারে দুই তরুণ নাঈম শেখ ও আফিফ হোসেনের। যদিও এ ব্যাপারে কিছু জানাননি প্রধান নির্বাচক।

প্রধান নির্বাচক বলেছেন, 'নতুন কাউকে সুযোগ নয়। পাকিস্তানের বিপক্ষে যে একটা ওয়ানডে আছে, সেটা নিয়ে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে বসে পরিকল্পনা করেছি। জিম্বাবুয়ের সাথে সিরিজটা যদি ২-০ হয়ে যায়, তাহলে পাকিস্তানে যে দলটা খেলবে, সেই এগারোজনকে শেষ ম্যাচে খেলানোর চিন্তা ভাবনা করছি।'

মুশফিকের একাদশে থাকা না থাকার ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেন, 'আজ যদি সিরিজ জিতে যাই, তাহলে মুশফিক থাকবে না। কারণ আমরা চাচ্ছি যে, এপ্রিলের ৩ তারিখে পাকিস্তানে যে ওয়ানডেটা আছে, সেই ম্যাচের একাদশের সঙ্গে মিল রেখে যেন দল সাজানো যায়।'

মুশফিককে পাকিস্তান যেতে চাপ দেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাছাড়া একাদশ থেকে মুশফিককে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এমন খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচক । তিনি বলেন, 'যেসব নিউজের কথা বলছেন, আমরাও দেখেছি। এটা ঠিক না। আমরা আনুষ্ঠানিকভাবে ওকে জিজ্ঞেস করেছিলাম যাবে কিনা। টিম ম্যানেজমেন্ট ও আমরা একসঙ্গে বসেছিলাম, হেড কোচও ছিলো। ও সরাসরি বলেছে যাবে না। বিসিবি সভাপতির পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা ছিল না।

আগামী এপ্রিলে তৃতীয় দফার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৫ এপ্রিল করাচিতেই শুরু হবে টেস্ট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাব...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণা: মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব...

ঝালকাঠিতে ভূমিদস্যু ও মামলাবাজের বিচারের দাবিতে বিক্ষোভ

ঝালকাঠির নলছিটি উপজেলার ভূমিদস্যু মামলাবাজ বজলুর রহমানের বিচার দাবিতে বিক্ষোভ...

মুন্সীগঞ্জে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৪ ঘণ্টা কর্মবিরতি পালন

মুন্সীগঞ্জে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা...

গজারিয়াতে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক–১

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে বাউশিয়া পাখির মোড় এলা...

ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাব...

ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবলে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকা...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণা: মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব...

গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপ...

 শুধু খালেদা জিয়া এসএসএফের সুবিধা পাবেন, পরিবারের অন্য সদস্যরা নয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধু এসএসএফের নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা