খেলা

তৃতীয় ওয়ানডেতে বিশ্রামে মুশফিক!

ক্রীড়া প্রতিবেদক:

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে দেখা যাচ্ছে না মুশফিককে এটা প্রায় নিশ্চিত। কারণ, প্রধান নির্বাচক জানিয়েছেন পাকিস্তানে অনুষ্ঠেয় একমাত্র ওয়ানডেতে যাদেরকে খেলানো হবে, তারাই তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন। সেক্ষেত্রে পাকিস্তান সফরে যাবেন না মুশফিক।

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হবে ৪ মার্চ। কিন্তু এর আগেই দল ঠিক হয়ে গেছে। তৃতীয় ওয়ানডের জন্যও একই দল ঘোষণা করা হবে। তৃতীয় দফার পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানানো মুশফিকুর রহিমও থাকবেন স্কোয়াডে। তবে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হবে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, তৃতীয় ওয়ানডের স্কোয়াডে কোনো পরিবর্তন আসবে না। আগের ১৫ জনকেই স্কোয়াডে রাখা হবে।

দল ঘোষণার ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেছেন, 'এই ১৫ জন থেকেই দল করব, বাইরে থেকে কাউকে আনা হবে না।'

স্কোয়াড পরিবর্তন করা না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে পরিবর্তন আসবে। এই ম্যাচে বিশ্রামে রাখা হবে মুশফিককে। প্রধান নির্বাচক জানিয়েছেন, পাকিস্তানে অনুষ্ঠেয় একমাত্র ওয়ানডেতে যাদেরকে খেলানো হবে, তারা তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন।

মুশফিক যেহেতু পাকিস্তান সফরে যাবেন না, এ কারণে তৃতীয় ম্যাচের একাদশে তাকে বিবেচনার বাইরে রাখা হবে। পাকিস্তান সফরে ভাবনায় নেই, এমন আরও কয়েকজনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। তৃতীয় ম্যাচে অভিষেক হতে পারে দুই তরুণ নাঈম শেখ ও আফিফ হোসেনের। যদিও এ ব্যাপারে কিছু জানাননি প্রধান নির্বাচক।

প্রধান নির্বাচক বলেছেন, 'নতুন কাউকে সুযোগ নয়। পাকিস্তানের বিপক্ষে যে একটা ওয়ানডে আছে, সেটা নিয়ে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে বসে পরিকল্পনা করেছি। জিম্বাবুয়ের সাথে সিরিজটা যদি ২-০ হয়ে যায়, তাহলে পাকিস্তানে যে দলটা খেলবে, সেই এগারোজনকে শেষ ম্যাচে খেলানোর চিন্তা ভাবনা করছি।'

মুশফিকের একাদশে থাকা না থাকার ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেন, 'আজ যদি সিরিজ জিতে যাই, তাহলে মুশফিক থাকবে না। কারণ আমরা চাচ্ছি যে, এপ্রিলের ৩ তারিখে পাকিস্তানে যে ওয়ানডেটা আছে, সেই ম্যাচের একাদশের সঙ্গে মিল রেখে যেন দল সাজানো যায়।'

মুশফিককে পাকিস্তান যেতে চাপ দেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাছাড়া একাদশ থেকে মুশফিককে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এমন খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচক । তিনি বলেন, 'যেসব নিউজের কথা বলছেন, আমরাও দেখেছি। এটা ঠিক না। আমরা আনুষ্ঠানিকভাবে ওকে জিজ্ঞেস করেছিলাম যাবে কিনা। টিম ম্যানেজমেন্ট ও আমরা একসঙ্গে বসেছিলাম, হেড কোচও ছিলো। ও সরাসরি বলেছে যাবে না। বিসিবি সভাপতির পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা ছিল না।

আগামী এপ্রিলে তৃতীয় দফার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৫ এপ্রিল করাচিতেই শুরু হবে টেস্ট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

"আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাই" : ট্রাম্পের দাবির তাৎপর্য

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নতুন...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা