খেলা

আইপিএল পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়

ক্রীড়া ডেস্ক : জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলের) ১৩তম আসর। এরই মধ্যে প্রতিটি দলই প্রায় ৮ থেকে ৯টি করে ম্যাচ খেলেছে। প্রতিযোগিতা লেগেছে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখলের। এদিকে পয়েন্ট টেবিলে চলছে যেন ইঁদুর-বিড়াল লুকোচুরি খেলা।

শীর্ষস্থানটি কেউ নিরঙ্কুশ করে রাখতে পারছে না। বিশেষ করে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে চলছে শীর্ষস্থান দখলের লড়াই। একে অপরকে পেছনে ফেলে এই স্থানটি দখলের লড়াই চলছে শুরু থেকেই।

আপাতত শীর্ষে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। অর্থ্যাৎ, ৭ ম্যাজে জিতেছে স্রেয়াশ আয়ারের দল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে (৮ ম্যাচে) মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১২। ৯ম ম্যাচ জিততে পারলে রান রেটের ব্যবধানে রোহিত শর্মারাই চলে যাবে শীর্ষে।

আইপিএলের পয়েন্ট টেবিলে এভাবেই চলছে শীর্ষস্থান দখলের লড়াই। এছাড়া দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান দখলের লড়াইও তীব্র। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ রয়েছে এই তালিকায়।

দর্শকছাড়া আইপিএল। যেন লবন ছাড়া তরকারি। কিন্তু আরব আমিরাতের মাটিতে দর্শক ছাড়া আইপিএল হলেও খেলাগুলো কিন্তু জমে উঠছে দিনের পর দিন।

এবারের আইপিএলের শুরু থেকে রানের বন্যা বইয়ে দিচ্ছে প্রতিদ্বন্দ্বী দলগুলো। চলছে চার-ছক্কার ধুম-ধাড়াক্কা লড়াই। মোট কথা, প্রথমাংশ যেতে না যেতেই জমে উঠেছে এবারের আইপিএল।

করোনাভাইরাসের কারণে ২৯ মার্চ শুরু হতে পারেনি আইপিএলের ১৩তম আসর। সেই আইপিএল অবশেষে অনুষ্ঠিত হচ্ছে আরব আমিরাতের মাটিতে। ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে এবারের আসর। এরই মধ্যে প্রতিটি দল খেলে ফেলেছে ৮ থেকে ৯টি করে ম্যাচ।

এরই মধ্যে হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে, আইপিএলের কোয়ালিফায়ার রাউন্ডে ঠাঁই করে নেবে কোন চারটি দল? তবে বোঝা যাচ্ছে, আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই জারি থাকতে পারে সেরা চারটি দল নির্ধারণের। কারণ, প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

তকে শুধুমাত্র কিংস ইলেভেন পাঞ্জাব ছাড়া। এই দলটি প্রতি বছরই (এক বা দু’বার ছাড়া) প্রায় তলানীর দিকে থাকে। এবারও রয়েছে। ৮ ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র ২টিতে। অর্জন মাত্র ৪ পয়েন্ট। স্বাভাবিকভাবেই দলটি রয়েছে একেবারে তলানীতে।

এবারের আইপিএলে বরাবরের মতই ভালো খেলছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। পাশাপাশি তরুণ অধিনায়ক স্রেয়াশ আয়ারের দল দিল্লি ক্যাপিটালসও খেলছে ভালো। এর মধ্যে দিল্লির অর্জন সর্বোচ্চ ১৪ পয়েন্ট। ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে তারা। ৮ ম্যাচে মুম্বাইয়ের অর্জন ১২ পয়েন্ট।

১২ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এক নজরে দেখে নিন আইপিএলের সবশেষ পয়েন্ট টেবিল

নং

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

রান রেট

দিল্লি ক্যাপিটালস

১৪

০.৯২১

মুম্বাই ইন্ডিয়ান্স

১২

১.৩৫৩

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

১২

-০.০৯৬

কলকাতা নাইট রাইডার্স

-০.৬৮৪

সানরাইজার্স হায়দরাবাদ

০.০০৯

চেন্নাই সুপার কিংস

-০.৩৮৬

রাজস্থান রয়্যালস

-০.৭৭৮

কিংস ইলেভেন পাঞ্জাব

-০.২৫৯

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কম খরচে বেশি লাভ, মাদারীপুরে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

একসময় মাদারীপুর জেলায় ব্যাপক পরিমাণে আখ চাষ হলেও দীর্ঘমেয়াদি ফসল হওয়ায় কৃষকরা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সড়কে দুর্ঘটনা, আহত এক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ সড়কে শাটলকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্...

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণ...

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার

ইসলামী বক্তা, ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দ...

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে প্রথম পদযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা-১৪ আসনের মনোনীত প্রার্থী সানজিদা ইসল...

২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২...

বিএনপি ভেসে আসা দল নয়, বিএনপিকে খাটো করে দেখবেন না

বিএনপিকে খাটো করে দেখবেন না, উপদেষ্টা পরিষদ পক্ষপা...

গুম প্রতিরোধ আইনে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ স...

সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষকে দেয়া হবে সংগীত প্রশিক্ষণ

সৌদি আরব সরকার বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। দেশের শ...

‘ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব’ — নো হাংকি পাংকি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের দাবিতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা