নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় মিলটন হোসেনের মালিকানাধীন একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো গুদামটি পুড়ে যায়।
আরও পড়ুন: ১৮ ডিসেম্বর থেকে সভা-সমাবেশ নয়
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় ঝুটের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, মিল্টন নামের এক ব্যক্তির মালিকানাধীন ঝুটের গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পুরো গুদামটি।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সফর স্থগিত
সাভার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র কর্মকর্তা আবু সায়েম মাসুম জানান, ঝুটের গুদামটি টিনশেডের ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। এতে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। তদন্তের পর বলা যাবে আগুন লাগার কারণ।
সান নিউজ/এসকে