ছবি: সান নিউজ
সারাদেশ

সাংবাদিক অ্যাওয়ার্ড পেলেন কুদরতে খোদা সবুজ

কুষ্টিয়া প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের দশম সংবাদভিত্তিক নিউজ চ্যানেল স্টার নিউজ-এর কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিরা তাঁর হাতে গুণী সাংবাদিক অ্যাওয়ার্ড তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া (মিরপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয়) থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি প্রমুখ।

এর আগে সাংবাদিক কুদরতে খোদা সবুজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএসসিআরপি) এবং অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্কিনকেয়ার মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড–২০২৪’ লাভ করেন।

এছাড়াও ২০২২ সালে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর তত্ত্বাবধানে এবং এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় তিন মাসব্যাপী স্বাস্থ্যবিষয়ক সাংবাদিকতায় মিডিয়া ফেলোশিপ অর্জন করেন তিনি। একই বছরে আর্থ জার্নালিজম নেটওয়ার্কের সহায়তায় এবং ডেটাফুল-এর আয়োজনে জলবায়ুবিষয়ক রিপোর্টিংয়ের ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন।

২০২২ সালে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর আয়োজনে ভূমি অধিকার, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ সংরক্ষণে মিডিয়ার ভূমিকা বিষয়ে তিন দিনব্যাপী সাংবাদিক ওরিয়েন্টেশন সফলভাবে সম্পন্ন করেন তিনি।
২০২৪ সালে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় এবং এমআরডিআই-এর আয়োজনে জনস্বার্থবিষয়ক সাংবাদিকতায় মেন্টরশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন।

এছাড়া ২০২৩ সালে ইন্টার প্রেস নেটওয়ার্ক (আইপিএন) ও সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজ (সিএপিএস)-এর আয়োজনে পরিবেশগত সাংবাদিকতায় মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নেন। ২০২২ সালে মেটা জার্নালিজম প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের আয়োজনে ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণ গ্রহণ করেন।
২০২১ সালে সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন ফর বাংলাদেশ, সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এবং ফেসবুক জার্নালিজম প্রজেক্টের আওতায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেন তিনি।

প্রায় দেড় দশকের সাংবাদিকতা জীবনে কুদরতে খোদা সবুজ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন। বর্তমানে তিনি সংবাদভিত্তিক নিউজ চ্যানেল স্টার নিউজ-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

নির্বাচিতের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘য...

এনআইডি দেখে শুকনা খাবার বিতরণ: আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতার ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর সদর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবি...

শিল্প বর্জ্যের আগ্রাসনে বিপর্যস্ত ভালুকা খীরু নদী!

শিল্প বর্জ্যের অব্যবস্থাপনায় চিরসবুজ ভালুকার বুক চিরে বয়ে চলা খীরু নদী আজ নীর...

পরিবর্তনের ডাক নিয়ে মাঠে ট্রাক মার্কার প্রার্থী রবিউল হাসান, রাঙ্গাবালী–চরমোন্তাজে গণজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ আসন (কলাপাড়া&ndas...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা