ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও গণকবরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাসহ সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে বোয়ালমারী উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে, এর মধ্যে সকাল ১০টা দিবসটির তাৎপর্য ও শিক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের দিনে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় সংযোজিত করেছিল। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে বর্বর পাকবাহিনী পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড়ো উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।
এর আগে সকাল ৯টার বোয়ালমারী কলেজ রোডস্থ গণকবরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দফতর, মুক্তিযোদ্ধারা।
এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
সাননিউজ/আরপি