ঝালকাঠি শিশু পার্কে জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলার দ্বিতীয় দিনে ১৫ ডিসেম্বর রাতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে মেলার মাঠের ঠিক মাঝখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করায় দর্শনার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম অস্বস্তি ও নিরাপত্তা ঝুঁকি।
খেলার কোর্টে অস্থায়ী সীমানা বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় শিশুদের অবাধে কোর্টে প্রবেশ করতে দেখা যায়। এতে একদিকে যেমন খেলোয়াড়দের খেলা ব্যাহত হচ্ছে, অন্যদিকে দর্শনার্থীদের ওপর র্যাকেট বা শাটলকক লাগার ঝুঁকিও তৈরি হচ্ছে। কখনো কখনো খেলোয়াড়রা র্যাকেট হাতে মেলাপ্রাঙ্গনে ঘুরে বেড়ানো দর্শনার্থীদের গায়ের কাছাকাছি চলে আসছেন।
মেলায় আগত দর্শনার্থী সালমান, সালাউদ্দিন, আয়েশা সিদ্দিকা ও মো. আফজাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেলার ভেতরে খেলার কোর্ট বসানো প্রশাসনের ভুল সিদ্ধান্ত। এতে ছোট বাচ্চারা স্বাধীনভাবে মেলায় ঘুরতে পারছে না এবং দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”
এ বিষয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের তত্ত্বাবধানে থাকা ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “ব্যাডমিন্টন কোর্টের চারপাশে আমরা লোক নিয়োজিত রেখেছি এবং খেলোয়াড়দের সতর্কভাবে খেলার নির্দেশনা দেওয়া হয়েছে।”
মেলার মধ্যে খেলার আয়োজন ঝুঁকিপূর্ণ কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখানে যারা খেলছে তারা সবাই প্রশাসনের সদস্য। ফলে সবাই নিজ নিজ অবস্থান থেকে হালকা ও সতর্কভাবে খেলার চেষ্টা করছে।”
তবে দর্শনার্থীদের দাবি, মেলার মতো জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের খেলাধুলার আয়োজন পুনর্বিবেচনা করা প্রয়োজন, যাতে শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
সান নিউজ/আরএ