নিজস্ব প্রতিনিধি: চাকরি ও বেতন-ভাতার নিশ্চয়তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক নিয়োগকৃত ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা
বুধবার (১ মার্চ) সকাল থেকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসির কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
দ্রুত বেতন ভাতা ও চাকরির নিশ্চয়তার দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ১২ মাস ধরে তাদের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে আজ তারা নিরুপায় ও তাদের ভবিষ্যৎ অন্ধকারে। কিন্তু তারাই করোনার ভয়াবহতার সময় নিজের জীবনের বাজি রেখে আক্রান্তদের সেবা দিয়ে গেছেন। তাহলে আজ কেন তাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে?
মানববন্ধন নিয়ে ডিএমপির বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তারা ডিএনসিসির কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা ঘটনাস্থলে আছি। আন্দোলনকারীদের সঙ্গে আমরা কথা বলছি।
সান নিউজ/আর/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            