নিয়ম ভঙ্গ করে বসানো হচ্ছে হাট
জাতীয়

নিয়ম ভঙ্গ করে বসানো হচ্ছে হাট

সান নিউজ ডেস্ক : নির্ধারিত তারিখের ৫ দিন আগেই কয়েকটি স্থানে পশুর হাট বসেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্দেশনা অমান্য করে নির্ধারিত জায়গার বাইরেও হাটের বিস্তার । এতে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ফলে, ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।

আরও পড়ুন: পদ্মা সেতুর সুফল বঞ্চিত শরীয়তপুরবাসী

শুক্রবার (১ জুলাই) রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

আগামী ১০ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ডিএসসিসির ইজারার শর্ত অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ৬ থেকে ১০ জুলাই পশুর হাট বসবে। কিন্তু, তার আগেই ২৯ জুন থেকে হাট বসানো হয়েছে। নির্ধারিত জায়গার বাইরেও পশু বেঁধে রাখার জন্য খুঁটি পোতা হয়েছে। ইতোমধ্যে হাটে আনা হয়েছে অনেক গরু-মহিষ। শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দনিয়া কলেজসহ আশপাশে অর্ধকিলোমিটার এলাকায় খুঁটি বসানো হয়েছে।

শাহজাহানপুর এলাকাতেও নির্ধারিত জায়গার বাইরেও খুঁটি বসানো হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

লালবাগের রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন এলাকায় নির্ধারিত স্থানের বাইরে খুঁটি বসিয়েছেন ইজারাদার মোহাম্মদ সোলাইমান সেলিম। ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত স্থানে পশুর হাট বসানোর কথা থাকলেও এর বাইরে ধূপখোলা মাঠ এলাকাতেও খুঁটি বসিয়েছেন ইজারাদার মো. আনোয়ার। এমনিতেই এ এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে হাট বসানোর প্রস্তুতি নেওয়া ও নির্ধারিত সময়ের আগেই হাটে পশু চলে আসায় যানজট তৈরি হয়েছে। ইজারাদাররা প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারেন না।

ইজারাদাররা বলছেন, বর্ষা মৌসুমে হাট বসানোর কারণে একটু বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। বন্যার কারণে অনেক খামারি আগেই হাটে পশু আনতে চেয়েছেন। এ কারণে সময়ের একটু আগেই হাট বসিয়েছেন তারা। এছাড়া, আগে হাট প্রস্তুত না করলে ব্যবস্থাপনা ঠিক রাখা যায় না। কিছু পশু হাটে উঠলেও এখনও বেচাকেনা শুরু হয়নি।

ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত স্থানে হাটের ইজারাদার মো. আনোয়ার। তার প্রতিনিধি বোরহান হোসেন বলেন, ‘এ হাটে অনেক পশু ওঠে। তাই, একটু বড় পরিসরে হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

শনিরআখড়ার দনিয়া কলেজ হাটের ইজাদার যাত্রাবাড়ি থানার ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু। তিনি বলেন, ‘আমরা প্রস্তুতি শেষ করেছি। জাল টাকা শনাক্তের যন্ত্র বসানো হবে। পশু চিকিৎসক ও ব্যবসায়ীদের দেখতে ডাক্তার রাখা হয়েছে। এবার আগের বছরের তুলনায় বিক্রি ভালো হবে বলে আশা করি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেছেন, ‘ঈদের দিন ছাড়া পূর্ববর্তী চার দিন মিলে পাঁচ দিন হাট বসানোর জন্য ইজারা দেওয়া হয়। এ কয়দিনের বাইরে হাট বসানোর সুযোগ নেই। নির্ধারিত সময়ের বাইরে যদি হাট বসায় বা নির্ধারিত সীমানার বাইরে যদি হাটের বিস্তৃতি ঘটে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম ভঙ্গ করে হাট বসানোর বিষয়ে ইতোমধ্যে অভিযোগ এসেছে। তা খতিয়ে দেখবে সিটি করেপারেশন।’

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

আ. লীগের মিছিলে গেলেই পাচ্ছে ৫ হাজার টাকা

প্রায়ই রাজধানীসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাক...

সায়েন্স ল্যাবে ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছেন শিক্ষার্থীরা

শিক্ষক হেনস্তার প্রতিবাদে ও কলেজের স্বাতন্ত্র্য রক্ষায় সেন্ট্রাল ইউনিভার্সিটি...

ভারতীয় ওষুধ নিয়ে নতুন উদ্বেগ, তিন কাশির সিরাপে ত্রুটি শনাক্ত করলো WHO

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি ভারতের তিনটি কাশির সিরাপ নিয়ে গুরুতর সত...

২০২৬ হজযাত্রীদের জন্য ৪ টিকা বাধ্যতামূলক করল সৌদি আরব

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২৬ সালের হজ মৌসু...

বিচার ব্যবস্থায় নতুন যুগ, শুরু অনলাইন জামিননামা কার্যক্রম

হয়রানির অবসানে জামিন কার্যক্রমে যুক্ত হচ্ছে প্রযুক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা