জাজেস লাউন্জ
জাতীয়

সার্চ কমিটির বৈঠকে আসেনি ৬ জন

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান আলোচিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের প্রথম ধাপে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষ হয়েছে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়। বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে দুপুর পৌনে ১টায় শেষ হয়।

এদিকে এই বৈঠকে ২০ জন নাগরিক উপস্থিত থাকার কথা থাকলেও ৬ জন বিশিষ্ট নাগরিক বৈঠকে অংশগ্রহণ করেননি।

আজকে বৈঠকে আসেননি যারা :

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জি মাহমুদ আলী,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক,

এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম,

অধ্যাপক ডা. কামরুল হাসান খান এবং

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন যারা:

সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ,

জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল,

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার,

আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন,

আইনজীবী মুনসুরুল হক চৌধুরী,

ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ,

আইনজীবী এম কে রহমান,

আইনজীবী ড. শাহদীন মালিক ও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামাল,

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম,

ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ এবং

ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মুনিরা খান।

এদিকে আজই দ্বিতীয় দফায় দুপুর পৌনে ১টায় একই স্থানে আরও ২০ জন বিশিষ্টজনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ইসি নিয়োগের জন্য মোট ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

আলাপ-আলোচনা শেষে যোগ্যতাসম্পন্ন ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে অনুসন্ধান কমিটি।

সেই ১০টি নাম থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন: বিধিনিষেধ তুলে দেওয়া বোকামি : ডাব্লিউএইচও

প্রসঙ্গত, সিইসি ও ইসি নিয়োগ আইনের বিধান মতে ৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিলুপ্তপ্রায় টকপাতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

বসতবাড়ির পাশে প্রায়ই দেখা যায় টকপাতা। পাতা ও ফল টক স্বাদযুক্ত গাঢ় লাল বর্...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪৭ বছরে ৪ সমাবর্তন, শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

শিক্ষাজীবনের শেষ মুহূর্তে কালো গাউন আর সনদ হাতে সমাবর্তনে অংশ নেওয়া প্রতিটি...

তারেক রহমানের জন্মদিনে মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ...

বিলুপ্তপ্রায় টকপাতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

বসতবাড়ির পাশে প্রায়ই দেখা যায় টকপাতা। পাতা ও ফল টক স্বাদযুক্ত গাঢ় লাল বর্...

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উ...

কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান, করতে চান নির্বাচন

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা