জাতীয়

শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়ার বিষয়টি নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস-এমডব্লিউইআর।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সংগঠনটির আহবায়ক ফারুক আহমাদ আরিফ, যুগ্ম-আহবায়ক এনায়েতুল্লাহ কৌশিক, এএসএম সুজাউদ্দিনের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

তাতে বলা হয়, হাফ ভাড়া দেয়াতে বেগম বদরুননেসা কলেজের এক ছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি ও বাস থেকে নামিয়ে দেয়ার প্রতিবাদের ২১ নভেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে ২৪ নভেম্বরে হাইকোর্টে করা রিট শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮ নভেম্বর। এদিকে ২৩ নভেম্বর রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী দক্ষিণ সিটি করপোরেশনের গাড়িচাপাতে মৃত্যুসহ সড়ক দুর্ঘটনা ও হাফ ভাড়ার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৯ সালের ৪ জানুয়ারিতে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা দাবির প্রথম দফাতে ১৭টি উপদফা ছিল শিক্ষাসংক্রান্ত। তারমধ্যে শিক্ষার্থীদের ভাড়া বিষয়ে
(ঢ) উপ-দফার দাবি ছিল- “ট্রেনে, স্টিমারে, লঞ্চে ছাত্রদের ‘আইডেন্টিটি কার্ড’ দেখাইয়া শতকরা পঞ্চাশ ভাগ ভাড়া ‘কন্সেসেনে’ টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে। মাসিক টিকিটেও
‘কন্সেসন’ দিতে হইবে। পশ্চিম পাকিস্তানের মত বাসে ১০ পয়সা ভাড়ায় শহরের যে কোন স্থানে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করিতে হইবে। সরকারি ও আধা-সরকারি উদ্যোগে
আয়োজিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রদের শতকরা ৫০ ভাগ ‘কন্সেসন’ দিতে হইবে।”

পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করলেও গত ৫২ বছরে এই ভাড়া বিষয়টি সমাধা হয়নি। ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পরও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শিক্ষার্থীদের হাফ ভাড়া
নিতে আহ্বান জানিয়েছিলেন কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। এমডবিøউইআর জানায়, শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বের অনেক দেশেই হাফ ভাড়া নেয়া হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের জন্য বাসে বিশেষ পাসের ব্যবস্থা আছে। শিক্ষার্থীরা ১০০ থেকে ১৫০ রুপির পাস নিয়ে এক মাস বাসে চলাচল করতে পারেন।

নেপালে আন্ত:নগর ও দূরপাল্লার বাসে বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের ভাড়ায় ৪৫ শতাংশ ছাড় দেয় সরকার। পাকিস্তানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৪০ রুপিতে ছয় মাস ও ৬০ রুপিতে এক বছরের জন্য কার্ড দেওয়া হয়। শহরে যেকোনো দূরত্বে শিক্ষার্থীরা ১০ রুপি দিয়ে চলাচল করতে পারে। ২০১১ সাল থেকে এই ব্যবস্থা। শ্রীলঙ্কায় শিশু শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসসেবা রয়েছে। ১২ বছরের চেয়ে বেশি বয়সী শিশু শিক্ষার্থীদের জন্য এই সেবার আওতায় প্রাপ্তবয়স্কদের অর্ধেক ভাড়া নেওয়া হয়।

বয়স ১২ বছরের কম হলে ভাড়া প্রাপ্তবয়স্কদের হারের ২৫ শতাংশ। ফিলিপাইন সরকার শিক্ষার্থীদের জন্য সব ধরনের গণপরিবহনের ভাড়ায় ২০ শতাংশ ছাড় দিয়ে আইন পাস করে ২০১৯ সালে।
এক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর ও ছাত্রীকে ধর্ষণের হুমকিদাতার বিচার নিশ্চিত করতে হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সহযোগী সংগঠনের মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়াম...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক মাসুদুর রহমানের দায়িত্ব গ্রহণ

গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ মাসুদুর রহমান মোল...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার...

ইসলামী ব্যাংকে নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের পেশাগত দক...

টঙ্গীবাড়িতে দুই ফার্মেসির মালিককে ১৭ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে...

রাণীনগর ও অচিন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)–এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা