পাখি হারানো বিজ্ঞপ্তি
জাতীয়

টিয়া খুঁজতে পুরস্কার ঘোষণা

সান নিউজ ডেস্ক: 'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামে রাজধানীর গুলশান এলাকার দেয়াল ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। দেয়ালে এমন পোস্টার নজর কেড়েছে অনেকের।

'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামের পোস্টারগুলোতে লেখা আছে, সান কন্যুর প্রজাতির হারিয়ে যাওয়া শখের ওই টিয়া পাখিটির সন্ধানদাতাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

পোস্টারটিতে লেখা রয়েছে- কিউই (টিয়া) পাখিটি নিজের নাম বলতে পারে।

ব্যতিক্রম এই পোস্টারটি যিনি লাগিয়েছেন তিনি গুলশান-১ এলাকার বাসিন্দা। হারিয়ে যাওয়া টিয়া পাখিটির মালিক তিনি। নাম ফাইজা ইব্রাহীম।

এ ব্যাপারে তিনি বলেন, পাখিটিকে কিউই নামে ডাকি আমি।

তিনি বলেন, পোষা পাখিটি মুক্ত অবস্থায় থাকতো। বাড়ির সবার প্রিয় হওয়ায় কাঁধে কাঁধে ঘুরে বেড়াতো। রাতের বেলা শুধু খাঁচায় থাকতো। গত ৩ অক্টোবর সকাল নয়টার পর থেকে পাখিটি নিখোঁজ হয়।

ফাইজা বলেন, এই পাখিটি ছাড়াও আমার পোষা কুকুর ও বিড়াল আছে।

টিয়া পাখিটি ২০১৮ সালে কেনেন বলে জানান ফাইজা। সান কন্যুর প্রজাতির পাখির জন্ম মূলত দক্ষিণ আমেরিকায়। এটি একটি কেজ বার্ড বা খাঁচায় পোষা পাখি। বাংলাদেশে আমদানি করার পাশাপাশি অনেকেই প্রজনন করে বাচ্চা বিক্রি করেন।

ঢাকার পোষা পাখির দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, পূর্ণবয়স্ক একজোড়া প্রজননক্ষম সান কন্যুরের দাম পঞ্চাশ হাজার টাকা। সেই হিসেবে একটির দাম পঁচিশ হাজার টাকা।

প্রজননক্ষম না হলে প্রতিটি সান কন্যুরের দাম বিশ হাজার টাকা। আর নবজাতকের দাম বারো হাজার টাকার মতো বলে জানা যায়।

একটি পাখির দামের তুলনায় শুধু খুঁজে দেয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলেন কেন, এমন প্রশ্নের জবাবে ফাইজা বলেন, যারা পাখি পালন করেন তারা জানেন যে পাখি হারিয়ে গেলে সেটি খুঁজে পাওয়া কতোটা কঠিন। এ নিয়ে পাখিটা তৃতীয়বারের মতো হারালো। আর তাছাড়া প্রিয় কিছু হারিয়ে গেলে তার কষ্ট বেশি।

তিনি বলেন, প্রথমবার যখন হারিয়ে গেছে, তখন আমি পোস্টার দিয়েছিলাম। বাসার পাশেই কন্স্ট্রাকশনের কাজ চলছিলো। তারা পেয়েছিলো। আমি তাদের চৌদ্দ হাজার টাকা দিয়েছি। দ্বিতীয়বারও পোস্টার দিয়েছি। যারা পেয়েছিলো তারা টাকা নিতে চায়নি। কিন্তু আমি উপহার দিয়েছি।

আমার কাছে টাকার চেয়ে বড় হলো পাখিটাকে পাওয়া। আমি টাকার অংকটাও বেশি দিয়েছি। কারণ একটা মানুষ কষ্ট করে পাখি খুঁজে দেবে তার অবশ্যই পুরস্কার পাওয়া উচিত।

পাখিটা খুঁজে দেবার জন্য এরইমধ্যে তিনি অন্তত চল্লিশটি ফোনকল পেয়েছেন বলেও জানান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী পুল...

বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তার...

এই রায়ে জুলাই শহীদেরা ন্যায়বিচার পেয়েছে: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা