পাখি হারানো বিজ্ঞপ্তি
জাতীয়

টিয়া খুঁজতে পুরস্কার ঘোষণা

সান নিউজ ডেস্ক: 'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামে রাজধানীর গুলশান এলাকার দেয়াল ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। দেয়ালে এমন পোস্টার নজর কেড়েছে অনেকের।

'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামের পোস্টারগুলোতে লেখা আছে, সান কন্যুর প্রজাতির হারিয়ে যাওয়া শখের ওই টিয়া পাখিটির সন্ধানদাতাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

পোস্টারটিতে লেখা রয়েছে- কিউই (টিয়া) পাখিটি নিজের নাম বলতে পারে।

ব্যতিক্রম এই পোস্টারটি যিনি লাগিয়েছেন তিনি গুলশান-১ এলাকার বাসিন্দা। হারিয়ে যাওয়া টিয়া পাখিটির মালিক তিনি। নাম ফাইজা ইব্রাহীম।

এ ব্যাপারে তিনি বলেন, পাখিটিকে কিউই নামে ডাকি আমি।

তিনি বলেন, পোষা পাখিটি মুক্ত অবস্থায় থাকতো। বাড়ির সবার প্রিয় হওয়ায় কাঁধে কাঁধে ঘুরে বেড়াতো। রাতের বেলা শুধু খাঁচায় থাকতো। গত ৩ অক্টোবর সকাল নয়টার পর থেকে পাখিটি নিখোঁজ হয়।

ফাইজা বলেন, এই পাখিটি ছাড়াও আমার পোষা কুকুর ও বিড়াল আছে।

টিয়া পাখিটি ২০১৮ সালে কেনেন বলে জানান ফাইজা। সান কন্যুর প্রজাতির পাখির জন্ম মূলত দক্ষিণ আমেরিকায়। এটি একটি কেজ বার্ড বা খাঁচায় পোষা পাখি। বাংলাদেশে আমদানি করার পাশাপাশি অনেকেই প্রজনন করে বাচ্চা বিক্রি করেন।

ঢাকার পোষা পাখির দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, পূর্ণবয়স্ক একজোড়া প্রজননক্ষম সান কন্যুরের দাম পঞ্চাশ হাজার টাকা। সেই হিসেবে একটির দাম পঁচিশ হাজার টাকা।

প্রজননক্ষম না হলে প্রতিটি সান কন্যুরের দাম বিশ হাজার টাকা। আর নবজাতকের দাম বারো হাজার টাকার মতো বলে জানা যায়।

একটি পাখির দামের তুলনায় শুধু খুঁজে দেয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলেন কেন, এমন প্রশ্নের জবাবে ফাইজা বলেন, যারা পাখি পালন করেন তারা জানেন যে পাখি হারিয়ে গেলে সেটি খুঁজে পাওয়া কতোটা কঠিন। এ নিয়ে পাখিটা তৃতীয়বারের মতো হারালো। আর তাছাড়া প্রিয় কিছু হারিয়ে গেলে তার কষ্ট বেশি।

তিনি বলেন, প্রথমবার যখন হারিয়ে গেছে, তখন আমি পোস্টার দিয়েছিলাম। বাসার পাশেই কন্স্ট্রাকশনের কাজ চলছিলো। তারা পেয়েছিলো। আমি তাদের চৌদ্দ হাজার টাকা দিয়েছি। দ্বিতীয়বারও পোস্টার দিয়েছি। যারা পেয়েছিলো তারা টাকা নিতে চায়নি। কিন্তু আমি উপহার দিয়েছি।

আমার কাছে টাকার চেয়ে বড় হলো পাখিটাকে পাওয়া। আমি টাকার অংকটাও বেশি দিয়েছি। কারণ একটা মানুষ কষ্ট করে পাখি খুঁজে দেবে তার অবশ্যই পুরস্কার পাওয়া উচিত।

পাখিটা খুঁজে দেবার জন্য এরইমধ্যে তিনি অন্তত চল্লিশটি ফোনকল পেয়েছেন বলেও জানান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপদেষ্টা পারলেন না  ‘সাদা পাথর’ রক্ষা করতে

সিলেটের পাথর রাজ্যে এখন আর পাথর নেই। চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে ভোলাগঞ্জ...

বাড়ি ফেরার সময় বাবা-ছেলেকে এলোপাতাড়ি গুলি ও দা দিয়ে কুপিয়ে পালাল দুর্বৃত্তরা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় দুর্বৃত্তের হামলায় ইউপি সদস্য রফিক উদ্...

‘বিদায় দেওয়ার সময় বলেছেন, দুজন গাড়িতে ঘুমাবেন, আর ফোন ধরেননি’

হাসপাতালের পার্কিংয়ের একটি প্রাইভেট কার থেকে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে,...

যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ কিনবে সরকার,ব্যয় ৯৩৬ কোটি টাকা

যুক্তরাষ্ট্র থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক...

সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ, সন্ধ্যা ৬টার পর অবস্থান করতে লাগবে অনুমতি

দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তায় কঠ...

লাগাতার অবস্থান কর্মসূচির আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

দাবি না মানলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্ম...

আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন মুস্তাফিজ

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) সুযোগ পেয়ে...

‘কুলি’ তে এক পয়সাও পারিশ্রমিক নেননি আমির

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘কুলি’। এ...

ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান

সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয়...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ব্লকেড’, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা