পাখি হারানো বিজ্ঞপ্তি
জাতীয়

টিয়া খুঁজতে পুরস্কার ঘোষণা

সান নিউজ ডেস্ক: 'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামে রাজধানীর গুলশান এলাকার দেয়াল ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। দেয়ালে এমন পোস্টার নজর কেড়েছে অনেকের।

'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামের পোস্টারগুলোতে লেখা আছে, সান কন্যুর প্রজাতির হারিয়ে যাওয়া শখের ওই টিয়া পাখিটির সন্ধানদাতাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

পোস্টারটিতে লেখা রয়েছে- কিউই (টিয়া) পাখিটি নিজের নাম বলতে পারে।

ব্যতিক্রম এই পোস্টারটি যিনি লাগিয়েছেন তিনি গুলশান-১ এলাকার বাসিন্দা। হারিয়ে যাওয়া টিয়া পাখিটির মালিক তিনি। নাম ফাইজা ইব্রাহীম।

এ ব্যাপারে তিনি বলেন, পাখিটিকে কিউই নামে ডাকি আমি।

তিনি বলেন, পোষা পাখিটি মুক্ত অবস্থায় থাকতো। বাড়ির সবার প্রিয় হওয়ায় কাঁধে কাঁধে ঘুরে বেড়াতো। রাতের বেলা শুধু খাঁচায় থাকতো। গত ৩ অক্টোবর সকাল নয়টার পর থেকে পাখিটি নিখোঁজ হয়।

ফাইজা বলেন, এই পাখিটি ছাড়াও আমার পোষা কুকুর ও বিড়াল আছে।

টিয়া পাখিটি ২০১৮ সালে কেনেন বলে জানান ফাইজা। সান কন্যুর প্রজাতির পাখির জন্ম মূলত দক্ষিণ আমেরিকায়। এটি একটি কেজ বার্ড বা খাঁচায় পোষা পাখি। বাংলাদেশে আমদানি করার পাশাপাশি অনেকেই প্রজনন করে বাচ্চা বিক্রি করেন।

ঢাকার পোষা পাখির দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, পূর্ণবয়স্ক একজোড়া প্রজননক্ষম সান কন্যুরের দাম পঞ্চাশ হাজার টাকা। সেই হিসেবে একটির দাম পঁচিশ হাজার টাকা।

প্রজননক্ষম না হলে প্রতিটি সান কন্যুরের দাম বিশ হাজার টাকা। আর নবজাতকের দাম বারো হাজার টাকার মতো বলে জানা যায়।

একটি পাখির দামের তুলনায় শুধু খুঁজে দেয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলেন কেন, এমন প্রশ্নের জবাবে ফাইজা বলেন, যারা পাখি পালন করেন তারা জানেন যে পাখি হারিয়ে গেলে সেটি খুঁজে পাওয়া কতোটা কঠিন। এ নিয়ে পাখিটা তৃতীয়বারের মতো হারালো। আর তাছাড়া প্রিয় কিছু হারিয়ে গেলে তার কষ্ট বেশি।

তিনি বলেন, প্রথমবার যখন হারিয়ে গেছে, তখন আমি পোস্টার দিয়েছিলাম। বাসার পাশেই কন্স্ট্রাকশনের কাজ চলছিলো। তারা পেয়েছিলো। আমি তাদের চৌদ্দ হাজার টাকা দিয়েছি। দ্বিতীয়বারও পোস্টার দিয়েছি। যারা পেয়েছিলো তারা টাকা নিতে চায়নি। কিন্তু আমি উপহার দিয়েছি।

আমার কাছে টাকার চেয়ে বড় হলো পাখিটাকে পাওয়া। আমি টাকার অংকটাও বেশি দিয়েছি। কারণ একটা মানুষ কষ্ট করে পাখি খুঁজে দেবে তার অবশ্যই পুরস্কার পাওয়া উচিত।

পাখিটা খুঁজে দেবার জন্য এরইমধ্যে তিনি অন্তত চল্লিশটি ফোনকল পেয়েছেন বলেও জানান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ

সান নিউজ ডেস্ক: আজ বিশ্ব ম্যালেরি...

টঙ্গীবাড়ি ভাতিজারা পিটিয়ে মারলো চাচাকে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক: গরমকাল এলেই ব্র...

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 

নিজস্ব প্রতিবেদক: পাইপলাইনের কাজে...

ভারতীয় ৩ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র স...

গরুবাহী ভটভটির ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার হি...

জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ 

জামালপুর প্রতিনিধি: ট্রাফিক পুলিশ...

কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জে আব্দুল হাকিম জোমাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা