জাতীয়

কাউন্সিলর কাশেমের দাবি ও প্রতিবেদকের বক্তব্য

মাহমুদুল আলম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গত নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন মো. আবুল কাশেম মোল্লা (আকাশ)। নির্বাচনকে সামনে রেখে দেয়া হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত তার অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে মাত্র ৭০ হাজার টাকা। যদিও হলফনামায় তার নগদ টাকা উল্লেখ করা হয়েছে ২৮ লাখ টাকারও বেশি।

সাধারণত নগদ টাকার চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মানুষের জমার পরিমাণ বেশি হলেও তার ক্ষেত্রে বিষয়টি হয়েছে উল্টো। তার নগদ টাকার তুলনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ অতিসামান্য হওয়ায় তার নির্বাচনী এলাকায় এই নিয়ে রয়েছে নানা গুঞ্জন।

তাছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত তার স্ত্রীর অর্থের পরিমাণ ৪০ লাখ টাকা। যার তুলনায় এই প্রার্থীর হলফনামায় দেখানো জমার পরিমাণ অতি নগণ্য।

তার হলফনামা থেকে এসব তথ্য নিয়ে গত ১৪ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে সাননিউজ। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘কাউন্সিলর কাশেমের ৭০ হাজার, স্ত্রীর ৪০ লাখ‘।

এর পরিপ্রেক্ষিতে কাউন্সিলর মো: আবুল কাশেম মোল্লা (আকাশ) প্রতিবেদনটি অসত্য বলে দাবি করেন। এই প্রতিবেদককে ফেসবুক ম্যাসেঞ্জারে তিনি লিখেন, ‌ ‘আপনার রিপোর্ট এর দুই একটা ছাড়া বাকি সবগুলোই অসত্য। যা আমার হলফ নামার সাথে কোন প্রকার মিল নেই ।‘

জবাবে প্রতিবেদক তাকে লিখেন, ‘নির্দিষ্ট করে বললে ভালো হতো।‘ ‘অথবা আপনি প্রতিবাদ পাঠাতে পারেন।‘ ‘যেমনঃ কোন খাতে আমাদের প্রতিবেদনে কী লেখা আছে, আর আপনার হলফনামায় কী আছে- তা উল্লেখ করে প্রতিবাদ করতে পারেন।‘

তবে তা সিন করলেও এই বিষয়ে আর কোনও জবাব দেননি তিনি।

এর পরিপ্রেক্ষিতে তার হলফনামার ছবি সাননিউজের পাঠকদের জন্য এই প্রতিবেদনে প্রকাশ করা হলো।

প্রসঙ্গত, হলফনামায় তিনি তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বি.এ। হলফনামায় স্বাক্ষর করার সময় বা অতীতে কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন কিনা- এই বিষয়ে তিনি লিখেছেন ‘প্রযোজ্য নয়’।

এতে তার ব্যবসা / পেশার বিবরণীতে লেখা হয়েছে ‘ফাহাদ এন্টারপ্রাইজ, বাসা নং-১৯, রোড নং-২, সেকশন-৬, ব্লক-বি, মিরপুর, ঢাকা-১২১৬।’ হলফনামায় তার বাৎসরিক আয়ের হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাড়ি/এপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া’এক লাখ ২০ হাজার টাকা এবং ব্যবসা তিন লাখ ২০ হাজার টাকা। আর তার উপর নির্ভরশীলদের আয়ের উৎসে উল্লেখ করা হয়েছে ‘শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত’ চার লাখ ৮০ হাজার টাকা। এছাড়া আয়ের উৎসের সব বিষয়েই লেখা আছে ‘প্রযোজ্য নয়’। বিষয়গুলো হচ্ছে বাড়ি ভাড়া, পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন পরামর্শক ইত্যাদি), চাকুরি ও অন্যান্য।

কাউন্সিলর মো: আবুল কাশেম মোল্লা (আকাশ) এর হলফনামা দেখতে এখানে ক্লিক করুণ

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

"আমি এখন আমেরিকা চালাই, পৃথিবীও চালাই" : ট্রাম্পের দাবির তাৎপর্য

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত মন্তব্য নতুন...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা