নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়কে ‘লুটপাটের যুগ’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে দেশের পেশাজীবী হিসাববিজ্ঞানীদের জাতীয় সংস্থা ইনিস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন মন্ত্রী।
‘পলিসি পেপার অন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স’ শীর্ষক ওয়েবিনারে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, এতে বোঝা যায় আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এগোচ্ছি।
যদিও ন্যায়বিচার এখনো পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি। এখনো আমরা তছরুপ বন্ধ করতে পারিনি। সেখানে আপনারা বিশাল ভূমিকা রাখছেন।’
এম এ মান্নান বলেন, অতীতে রাজা-বাদশার সময়ও ব্যবসা-বাণিজ্য ছিল। কিন্তু হিসাব-নিকাশের বাইরে ব্যবসা-বাণিজ্য কেউ করতে পারেনি। বর্তমান লুটপাটের যুগে, পুঁজিবাদের লুটপাটের যুগে, পশ্চিমাদের লুটপাটের যুগে, উপনিবেশিক লুটপাটের যুগে, বিশ্বের বড় বড় করপোরেশনগুলো সামনে দাঁড়ানোর সাহস আমাদের কারও নাই। দুনিয়া প্রায় কিনেই ফেলে এরকম করপোরেশনও আছে। তাদের সবাইকে হিসাবের মধ্যে আসতে হয়।
তিনি বলেন, ‘সেই হিসাব আপনারা সংরক্ষণ করেন। পৃথিবীতে যেটুকু ন্যায়বিচার অবশিষ্ট আছে, এখনও সেটা ব্যবসাতেই হোক আর শিল্পে হোক বা অন্যান্য ক্ষেত্রে, সেটুকু নানা ধরনের নীতি, আইনকানুন দিয়েই এগুলো প্রতিষ্ঠা হচ্ছে। আপনাদের বিষয়টা নানাভাবে বড় হয়ে শতবছরে এখানে এসেছে। আমাদের উন্নয়নের সময়ে আপনাদের ভূমিকা অনস্বীকার্য।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেসব দেশ আমাদেরকে লুটেপুটে খেয়েছে ও এখনো খাচ্ছে, তারা নিজের ঘর যেভাবে চালায় ওটা আমি দেখি। ওরা যেটা করে ওদের ঘরে, অনেক সময় অন্ধের মতো আমি সেটা অনুসরণ করি। আমি মনে করি, এটা বোধহয় ভালো। নইলে তারা নিজেদের জন্য কেন করবে।’
তিনি আরও বলেন, ‘পশ্চিমা উন্নত দেশগুলোতে দেখেছি, সেখান থেকে আমার বিশ্বাস জন্মেছে যে, ভ্যাট একটা ভালো জিনিস। আমাদের দেশের ভ্যাট আদায় আরও বাড়াতে হবে। এজন্য ভ্যাট, ট্যাক্স আদায়ের ফরম, লোকবল, বিভিন্ন স্টেপ কমিয়ে সিস্টেমগুলো আরও সহজ করতে হবে।
সাননিউজ/এএসএম
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            