নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস শনাক্তে ও মৃত্যু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এমন পরিস্থিতিতে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার।
শনিবার (১৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। তাই সরকার চিন্তাভাবনা করছে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াতে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে ১৯ এপ্রিল।
প্রসঙ্গত, হঠাৎ করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলতি মৌসুমে প্রথম দফায় ৫ থেকে ১১ এবং পরে আরোও দু’দিন বেড়ে লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত চলে। তবে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় কঠোর লকডাউন শুরু হয় ১৪ এপ্রিল।
সান নিউজ/বিএস
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            