জাতীয়
বঙ্গভবন ওয়েবসাইট

সাবেক রাষ্ট্রপতিদের নামের বানানে ভুলভাল!

মাহমুদুল আলম : ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম অনুসারে দেশের প্রথম ব্যক্তি রাষ্ট্রপতি। অথচ খোদ বঙ্গভবনের ওয়েবসাইটেই সাবেক রাষ্ট্রপতিদের নামের বানানে দেখা যাচ্ছে ভুলভাল বানান।

‘সাবেক রাষ্ট্রপতিগণ (সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ)’ শিরোনামের এই তালিকায় যেমন সাবেক রাষ্ট্রপতি এরশাদের নাম দুই মেয়াদে চার রকম বানান দেখা যাচ্ছে। প্রথম মেয়াদে (১১-১২-১৯৮৩ থেকে ২৩-১০-১৯৮৬) লেখা আছে ‘লে: জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, এন ডি সি, পি এস সি’। পরের মেয়াদে (২৩-১০-১৯৮৬ থেকে ০৬-১২-১৯৯০) লেখা আছে ‘জনাব হুসেইন মুহম্মদ এরশাদ’।

অর্থ্যৎ প্রথম মেয়াদে লেখা হয়েছে ‘হোসেন’, আর পরের মেয়াদে লেখা হয়েছে ‘হুসেইন’। আবার প্রথম মেয়াদে লেখা হয়েছে ‘মোহাম্মদ’, আর পরের মেয়াদে লেখা হয়েছে ‘মুহম্মদ’। তাছাড়া একবার নামের শুরুতে ‘লে: জেনারেল’ এবং শেষে ‘এন ডি সি, পি এস সি’ লেখা আছে, পরের বার নাই।

একইভাবে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের নামের বানান এক মেয়াদে (অস্থায়ী রাষ্ট্রপতি, ০৬-১২-১৯৯০ থেকে ০৯-১০-১৯৯১) লেখা হয়েছে ‘সাহাবুদ্দিন আহমদ’। আবার পরের মেয়াদে লেখা হয়েছে, ‘সাহাবুদ্দীন আহমদ’। অর্থ্যাৎ প্রথমবার ‘দ্দি’, আর পরের বার ‘দ্দী’ দেয়া আছে।

অবশ্য তালিকায় একাধিক মেয়াদে সাবেক যে রাষ্ট্রপতিদের নাম এসেছে তাদের নামের বানান মিলিয়ে দেখা গেলেও অন্যদের ক্ষেত্রে তা দেখা যায়নি। তবে সাবেক রাষ্ট্রপতিদের এই তালিকায় ১৮ নম্বরে লেখা আছে ‘এ, কিউ, এম, বদরুদ্দোজা চৌধুরী’। কিন্তু জানতে চাইলে সাবেক এই রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম সাননিউজকে জানিয়েছেন নামের বানানটি হবে ‘এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী’।

পরের মেয়াদে ১৯তম রাষ্ট্রপতির (রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত) নাম লেখা আছে ‘মুহম্মদ জমির উদ্দিন সরকার’। অবশ্য জাতীয় সংসদের ওয়েবসাইটে সাবেক স্পিকারদের নামের তালিকায় তার নামের বানানে এক শব্দে ‘জমিরউদ্দিন’ লেখা আছে। তাছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে তার ছেলে মুহম্মদ নওশাদ জমিরের হলফনামাতেও পিতার নাম লেখা আছে ‘মুহম্মদ জমিরউদ্দিন সরকার’।

সংশ্লিষ্টরা বলছেন, ভুলগুলোর কোনও কোনওটি দেখে মনে হতে পারে এগুলো সাধারণ ভুল। কিন্তু মনে রাখতে হবে কারও নামের বানানেই ভুল করা ঠিক নয়। আর এই নামগুলোতো রাষ্ট্রপ্রধানদের। এখানে ভুল হলে রাষ্ট্রের সম্মানহানী হয়। তাছাড়া এখন তথ্যপ্রযুক্তি নির্ভরতা অনেক বেড়েছে। এখন উচ্চ বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীও ওয়েবসাইটে ঢুকে অনেক তথ্য জানার জন্য। সেখানে এমন যেনতেন অবস্থা দেখলে দেশের ব্যাপারে তার শিশুমনে অবচেতন মনেই হীনমন্যতা তৈরি হতে পারে।

এসবের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে জমিরউদ্দিন সরকার সাননিউজকে বলেন, আমি ‘জমিরউদ্দিন’ এক শব্দেই লিখি। দু:খ লাগে, একজন সাবেক প্রেসিডেন্টের নামের বানানে ভুল থাকবে! এটা আমার বিষয় তো নয়। এটা স্টেটের বিষয়।

তিনি বলেন, এই কাজগুলো দেখেন সেক্রেটারি। কিন্তু দায়িত্বে থাকা লোকটি যদি শিক্ষিত-সচেতন না হন, তাহলে কীভাবে হবে!

প্রসঙ্গক্রমে সাবেক রাষ্ট্রপতির তালিকার ৩ নম্বরে থাকা নামটির বানান ‘আবু সাঈদ চৈধুরী’ আছে, নজরে দিলে তিনি বলেন, এটিও ভুল হয়েছে। বানানটি হবে ‘চৌধুরী’।

এসবের পরিপ্রেক্ষিতে জমিরউদ্দিন সরকার বলেন, আপনি বিষয়টি প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির নজরে দিতে পারেন। তাহলে সংশোধন হতে পারে। কারণ প্রেস সেক্রেটারি প্রেসের লোক তো, শিক্ষিত হবেন।

ওয়েবসাইটের লিংকে যেতে ক্লিক করুন...

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাই টিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাই ট...

প্রকৃতি ও পানির প্রতি আমাদের সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন...

সীমানা পুনর্নির্ধারণে শুনানি ২৪-২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আগা...

 এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প...

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে, ন্যাটোতে যোগ দিতে পারবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জে...

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী

দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠা...

বলিভিয়ার মানুষ  দীর্ঘ দুই দশকের বামপন্থী শাসন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে

দুই দশক ধরে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া শাসন করছে বামপন্থী মুভমেন্ট অব সোশ্যাল...

আমির খানের ‘অবৈধ সন্তান’ ও পরকীয়া প্রেমিকা দাবি করা কে এই জেসিকা

বহু বছর আগে স্টারডাস্ট ম্যাগাজিন-এ ছাপা হয়েছিল এক রহস্যময় খবর— বলিউড অভ...

আইন উপদেষ্টার পদত্যাগ দাবি, আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্ট...

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ ভিনিসিয়ুস

আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে বাকি আছে মাত্র দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা