নিজস্ব প্রতিবেদক : ইউরোপীয় অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিল (ইইডিসি) একটি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচির মাধ্যমে বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের অংশীদার হিসেবে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে অংশ নিতে আগ্রহী।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ইইডিসির বাংলাদেশ প্রতিনিধি আশরাফুল হক চৌধুরী সাক্ষাৎকালে এ আগ্রহের কথা প্রকাশ করেন।
আশরাফুল হক চৌধুরী উল্লেখ করেন, ইইডিসি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন সূচকের সাম্প্রতিক বছরগুলোয় যথেষ্ট প্রবৃদ্ধি অর্জন করেছে। এ অগ্রগতি অন্যান্য উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এটি আদর্শের ভূমিকা হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী লাতিন আমেরিকা, আফ্রিকা, ক্যারিবিয়ান দেশ এবং এশিয়ায় ইইডিসির উন্নয়নমূলক উদ্যোগ এবং ভূমিকার প্রশংসা করেন। এ দেশগুলোয় ইইডিসি কৃষি ও মৎস্য, ইস্পাত ও শিপ বিল্ডিং, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন, যোগাযোগ, রিয়েল এস্টেট, এনার্জি এবং সবুজ প্রযুক্তির ক্ষেত্রে মাঝারি ও মেগা প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পগুলোর অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ ও যোগাযোগের ক্ষেত্রে সরাসরি অবদান রাখছে।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ইইডিসির এ খাতগুলোয় বাংলাদেশেও সমানভাবে অবদান রাখবে, যা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে পরিণত করতে সহায়তা করবে।
সান নিউজ/এসএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            