প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারাবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। কিন্তু যদি খেলোয়াড়রা সহযোগিতা না করে, তাহলে রেফারির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে। এতে পুরো নির্বাচনী প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারাতে পারে।”
তিনি বলেন, “কমিশন যখন পোস্টার নিষিদ্ধ করেছে, তখন সারা ঢাকা শহর পোস্টারে ভরে যাওয়াটা অনভিপ্রেত। যদি রাজনৈতিক দলগুলো নিজেরাই পোস্টার সরিয়ে নেয়, সেটিই হবে সবচেয়ে শালীন আচরণ। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।”
নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়ে সিইসি আরও বলেন, “বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সময় কমিশনের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি হয়। তাই আগের চেয়ে এখন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা আরও বেশি প্রয়োজন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া খবর ও বিকৃত ভিডিও ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এটি এখন এক ধরনের মুসিবত বা বড় বিপদে পরিণত হয়েছে।”
তিনি জানান, কমিশন নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ায় সবার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি না করে, তাহলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যায়।”
তিনি শেষে বলেন, “আমরা চাই একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। এজন্য সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সহযোগিতা অপরিহার্য।”
সাননিউজ/এও