ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে আজ বুধবার (১২ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) সাক্ষাতে ভারতীয় কূটনীতিককে বাংলাদেশের অবস্থান জানিয়ে বলেন, “একজন পলাতক আসামিকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্কের জন্য সহায়ক নয়।”
কূটনৈতিক সূত্র জানায়, শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় বিচারাধীন এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাঁকে বাংলাদেশবিরোধী বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া অত্যন্ত দুঃখজনক।
বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছে, শেখ হাসিনাকে কোনো গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয়। এটি দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বাংলাদেশ সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়, তবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা বাংলাদেশবিরোধী প্রচারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সাননিউজ/এও