সান নিউজ/এআই
জাতীয়
খেলাপি ঋণে হাঁটু গেড়েছে অর্থনীতি

১.৮৫ লাখ কোটি টাকার প্রশ্ন: আদায় হবে কবে?

সান নিউজ অনলাইন 

ব্যাংক খাতে রেকর্ড খেলাপি ঋণ
বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আবারও রেকর্ড গড়েছে। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৭ কোটি টাকা, যা দেশের মোট বিতরণকৃত ঋণের প্রায় ১০.৩৪ শতাংশ। আগের বছরের তুলনায় এ পরিমাণ বেড়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

এই ঋণের অর্ধেকের বেশি রয়েছে মাত্র ২০টি বড় করপোরেট গ্রুপের হাতে। তাদের মধ্যে অনেকেই রাজনৈতিক প্রভাবশালী, আবার কেউ কেউ দেশের বাইরে সম্পদ সরিয়ে রেখেছেন বলে অভিযোগ আছে।

বড় খেলাপিদের দৌরাত্ম্য
ব্যাংক কর্মকর্তারা বলছেন, বড় খেলাপিদের অনেকেই বছরের পর বছর পুনঃতফসিলের সুবিধা নিয়ে কার্যত দায়মুক্তি ভোগ করছেন। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অনেক খেলাপি পলাতক, তাদের অবস্থান চিহ্নিত করতেই আমাদের মাসের পর মাস লেগে যায়।”

অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক প্রভাব, দুর্বল আইনি কাঠামো, ব্যাংক মালিকানার সংঘাত এবং তদারকির শৈথিল্য- এই চার কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ঋণ আদায়ে ‘কোনো যন্ত্রই কাজ করছে না’
বর্তমানে দেশে ৩৪৮টি অর্থঋণ আদালত রয়েছে, কিন্তু সেখানে ঝুলে থাকা মামলার সংখ্যা ১ লাখ ১০ হাজারের বেশি। একটি মামলার নিষ্পত্তিতে গড়ে ৫ থেকে ৭ বছর লেগে যায়।
ফাইন্যান্স বিশেষজ্ঞ ড. মইনুল হক বলেন, “ঋণ আদায়ে কোনো যন্ত্রই কার্যকর নয়। ব্যাংকগুলো রাজনৈতিক চাপের মুখে মামলা তুলতে বা এগিয়ে নিতে পারে না।”

এই ধীরগতির ফলে, ব্যাংকগুলোতে অকার্যকর ঋণ (Non-Performing Loan) বেড়ে যাওয়ায় অনেক ব্যাংক নিজস্ব মূলধন ঘাটতির মুখে পড়েছে। বর্তমানে কমপক্ষে ৮টি ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR) বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমার নিচে নেমে গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান
বাংলাদেশ ব্যাংক বলছে, তারা এখন ঋণ পুনঃতফসিল নীতিমালা কড়াকড়িভাবে প্রয়োগ করছে এবং বড় খেলাপিদের তালিকা প্রকাশের প্রক্রিয়া দ্রুত করছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, “খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ ব্যাংকের পরিচালনা পর্ষদের জবাবদিহি নিশ্চিত করা হবে।”

তবে অর্থনীতিবিদদের মতে, কেবল সার্কুলার জারি করে সমাধান সম্ভব নয়। শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা, স্বাধীন তদারকি কাঠামো, এবং ব্যাংক ব্যবস্থাপনায় জবাবদিহি প্রতিষ্ঠা ছাড়া পরিস্থিতি পাল্টানো যাবে না।

কেন বাড়ছে খেলাপি ঋণ
বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে পাঁচটি প্রধান কারণ—

১। রাজনৈতিক প্রভাব ও দায়মুক্তির সংস্কৃতি
২। ব্যাংক ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব
৩। অর্থঋণ আদালতের ধীর বিচার প্রক্রিয়া
৪। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি
৫। সামগ্রিক অর্থনীতির স্থবিরতা ও বিনিয়োগ স্থগিততা
২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার কোটি টাকা, আর বেসরকারি খাতে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

সাবেক গভর্নরের সতর্কতা
সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, “যখন দেখা যায় বড় খেলাপিরা আবার ব্যাংকের পরিচালক হন, তখন আদায়ের আশা করা অবাস্তব।” তিনি আরও যোগ করেন, “ব্যাংক ব্যবস্থায় বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে না আনলে অর্থনীতি দীর্ঘমেয়াদে অচল হয়ে পড়বে।”

অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেন, “খেলাপি ঋণ শুধু ব্যাংকের সমস্যা নয়, এটি এখন জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি।”

শেষ প্রশ্ন, আদায় হবে কবে?
১.৮৫ লাখ কোটি টাকার এই খেলাপি ঋণ ফেরত না আসলে ব্যাংক খাতের স্থিতি, বিনিয়োগ পরিবেশ ও গ্রাহক আস্থা- সবই প্রশ্নের মুখে।
জনগণের টাকায় গড়া ব্যাংকগুলো কি তবে বড় খেলাপিদের আশ্রয়স্থল হয়েই থাকবে? নাকি এবার সত্যিকারের সংস্কার শুরু হবে- এই প্রশ্ন এখন সবার।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কানাডার ওপর ক্ষুব্ধ ট্রাম্প, স্থগিত বাণিজ্য আলোচনা

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করেছেন...

১.৮৫ লাখ কোটি টাকার প্রশ্ন: আদায় হবে কবে?

ব্যাংক খাতে রেকর্ড খেলাপি ঋণ বাংলাদেশের ব্য...

নতুন সংকটে বিএনপি ও জোট দলগুলো

আসন ভাগাভাগির আলোচনায় জট কাটতে না কাটতেই জোটের প্রতীক ব্যবহারের নিয়মে পরিবর্ত...

‘পোষা বিরোধী দল’ নয়, জনগণের দল হবো: সারজিস আলম

“জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক স...

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই

যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, আয়নাঘর তৈরি করেছে, গুম, খুন করেছে তাদের রাজনীতি ক...

নোয়াখালীতে ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে...

গণতন্ত্র ফেরাতে সবাইকে আসতে হবে নির্বাচনে: মির্জা ফখরুল 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নে...

১.৮৫ লাখ কোটি টাকার প্রশ্ন: আদায় হবে কবে?

ব্যাংক খাতে রেকর্ড খেলাপি ঋণ বাংলাদেশের ব্য...

কানাডার ওপর ক্ষুব্ধ ট্রাম্প, স্থগিত বাণিজ্য আলোচনা

কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করেছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা