ছবি: সংগৃহীত
জাতীয়

প্রশাসনে দলীয়করণ হয়েছে, তবে হঠাৎ পরিবর্তন সম্ভব নয় : মঈন খান

সান নিউজ অনলাইন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে প্রশাসনে দলীয়করণ হয়েছে। কিন্তু ১৫ মাসে সেই পরিবর্তন সম্ভব নয়। সরকারি কর্মকর্তা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষকে সরিয়ে দিয়ে দেশ চালানো যাবে না। অনেকেই সরকারের চাপে অন্যায় করতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, “বিগত তিনটি নির্বাচনের নামে দেশে প্রহসন হয়েছে। কারা করেছে? যারা প্রশাসনে থেকে রাজনৈতিক ভূমিকা রেখেছিল। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ না করেন।”

মঈন খান বলেন, “১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না। এই বাস্তবতা সবাইকে বুঝতে হবে। প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনতে হলে সময় ও সদিচ্ছা দুটোরই প্রয়োজন।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন একদিনের বিশাল কর্মযজ্ঞ। ৩০০ আসনে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র, আর সেই সঙ্গে প্রায় ১০ লাখ জনবল প্রয়োজন হয়। তারা প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে আসে। গত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছে- এটা পরিবর্তন করতে সময় লাগবে।”

বিএনপির এই নেতা বলেন, “সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক ও প্রশাসনের সদস্যদের ছুড়ে ফেলে দিয়ে নতুন করে রাষ্ট্রযন্ত্র দাঁড় করানো যাবে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা।”

তিনি সাংবাদিকদের প্রসঙ্গেও বলেন, “আমরা সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা যেন বিনা বাধায় কাজ করতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে বলেছি। গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।”

মঈন খান বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। আমরা আশা করি, কমিশন এমন একটি নির্বাচন আয়োজন করবে, যা দেশের জন্য একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালমান শাহ হত্যার অভিযোগে সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে...

‘সময় নষ্ট করতে চাই না’- পুতিনের সঙ্গে আলোচনায় না ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতি...

যুদ্ধবিরতির আড়ালে ১৫৩ টন বোমা, গাজার নিস্তব্ধতা ভাঙলেন নেতানিয়াহু নিজেই

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘনের...

মাদক ব্যবসায়ীর ছেলে-স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর...

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি

শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত...

কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

কিছু রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে...

বলগেট তুলতে গিয়ে শ্রমিকের হাত ছিঁড়ে পড়ল নদীতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহ...

মাদারীপুরে ৭ শিক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, তবুও সবাই ফেল

মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্...

সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার স...

ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, ফার্মগেটে বিক্ষোভ

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা