নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা ডাকা হয়েছে। আগামীকাল (শুক্রবার ১৭ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হবে।
আরও পড়ুন: মনোনয়ন বিক্রি ১৮ নভেম্বর
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সান নিউজ/টিও