ছবি: সংগৃহীত
রাজনীতি

সন্ধ্যায় আওয়ামী লীগের বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: আজ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে বৈঠক করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আগস্টেই চালু হচ্ছে সর্বজনীন পেনশন

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টায় গণভবনে এ বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।

এর আগে বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শোনার পর এবার দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে সভা ডেকেছেন শেখ হাসিনা।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেবেন তিনি।

আরও পড়ুন: বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

এছাড়া নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা, বিরোধীদের আন্দোলন মোকাবিলাসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হবে।

এ বৈঠকে সমসাময়িক রাজনীতিসহ ৯ টি এজেন্ডা রাখা হয়েছে।

আলোচ্য সূচির ৯ টি বিষয় হলো-

শোক প্রস্তাব, দলের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা দিবস (৩ নভেম্বর), নূর হোসেন দিবস (১০ নভেম্বর), ডা. মিলন দিবস (২৭ নভেম্বর), সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সাংগঠনিক বিষয় ও বিবিধ।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনকে ভয় পায়

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানান, সভার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। সেসব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সমসাময়িক রাজনীতি, আমাদের লক্ষ্য, দলের ভেতরের সমস্যাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত আসবে।

এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একাধিক নেতা জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ অবস্থায় আজকের কার্যনির্বাহী সভায় স্বভাবতই নির্বাচনে দলের করণীয় নিয়ে কথা হবে। নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দল নিরসনের তাগাদা দেবেন শেখ হাসিনা। নির্বাচনি বিশেষ বার্তাও থাকবে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

সেই সাথে দিবস ভিত্তিক কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। নির্বাচন নিয়ে দেশ-বিদেশে চলমান আলোচনা, বিরোধীদলগুলোর লাগাতার আন্দোলন মোকাবিলায় করণীয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।

গত রোববার (৬ আগস্ট) অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আবারও তৃণমূলে নেতা ও এমপির দূরত্বের বিষয়টি প্রকাশ্যে এসেছে। সে সময় তৃণমূলের নেতারা দলীয় প্রধানের সামনে নানা বিষয়ে এমপিদের কঠোর সমালোচনা করেন।

আরও পড়ুন: এবারের লড়াই জীবন-মরণের লড়াই

বিশেষ বর্ধিত সভার ৬ দিন পর আজ দলের কার্যনির্বাহী সংসদের সভা বেশ গুরুত্ব বহন করে। এ নিয়ে ৮ বিভাগের সাংগঠনিক অবস্থা সব কার্যনির্বাহী কমিটির সভায় জানতে চাওয়া হতে পারে বলে জানিয়েছে দলের একটি সূত্র।

এ বৈঠকে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা রিপোর্ট উপস্থাপন করবেন। সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে।

আরও পড়ুন: দাম না কমালে আমদানি করা হবে

সম্প্রতি দলের যেসব বৈঠক হয়েছে, এসব বৈঠকে দলের অর্জন, সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্যনির্ভর প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

আজকের সভা থেকেও তিনি নেতাদের এ নিয়ে নানা দিক নির্দেশনা দেবেন। সেই সাথে বিএনপি-জামায়াত সরকারের সময় দেশের পরিস্থিতি কেমন ছিল এবং সেই চিত্রও জনগণের সামনে তুলে ধরার কথা বলবেন নেত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা