আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
রাজনীতি
আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কেন্দ্রীয় কমিটির বৈঠক শনিবার

সান নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলের তৃণমূল এবং জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শনিবার (৭ মে)। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকাল সাড়ে ৫টায় গণভবনে দলের সর্বোচ্চ এই নীতিনির্ধারণী ফোরামের বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : সারা বিশ্বে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী

দল গোছানোর লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকটি নানা কারণেই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ বৈঠকে তৃণমূলের চলমান সম্মেলনগুলোকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

শনিবারের সভার আলোচ্যসূচিতে রয়েছে— শোক প্রস্তাব, ১৭ মে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২৫ মে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী, ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস, ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় এবং সাংগঠনিক ও বিবিধ।

আরও পড়ুন : আক্রান্ত না হলে পারমাণবিক অস্ত্র নয়

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে সাংগঠনিক, রাজনৈতিক, দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্ত, চলমান ইস্যুসহ বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন, তৃণমূলে বিভক্তির রাজনীতি দূরীকরণসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। পরবর্তী জাতীয় সম্মেলন যথাসময়ে অনুষ্ঠিত হবে, নাকি আগে বা পরে হবে, সে সিদ্ধান্তসহ সম্মেলনের প্রস্তুতির আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ সভায়।

আরও পড়ুন : আটক ৩ শিক্ষার্থী রিমান্ডে

এছাড়া মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনসহ দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

সংবাদ মাধ্যমকে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘কার্যনির্বাহী সংসদের বৈঠকে আমাদের সুনির্দিষ্ট কিছু এজেন্ডা রয়েছে। সেসব এজেন্ডার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, বৈঠকে জাতীয় সম্মেলনের আগেই সারা দেশের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে পুনর্গঠন, দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠিন পদক্ষেপ, যেসব এলাকায় সমস্যা রয়েছে— তা চিহ্নিত করে দ্রুত নিরসন করার সিদ্ধান্ত আসতে পারে।’

আরও পড়ুন : জাফলংয়ে হামলায় পর্যটক কমছে

সভাপতিমণ্ডলীর সদস্য মুহম্মদ ফারুক খান বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের কারণে নিয়মতান্ত্রিকভাবে আমরা দলের বৈঠকগুলো করতে পারিনি। দীর্ঘ ৬ মাস পরে কার্যনির্বাহী সংসদের বৈঠক হতে যাচ্ছে। সামনে দলের কেন্দ্রীয় সম্মেলন রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনও ঘনিয়ে আসছে। দল গোছানো নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে।’

আরও পড়ুন : শাস্তি পেলেন সেই ম্যাজিস্ট্রেট

প্রসঙ্গত, গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে করোনার সংক্রমণের কারণে ওই বৈঠকে কার্যনির্বাহী সংসদের সব সদস্যের অংশগ্রহণের সুযোগ ছিল না। শনিবারের বৈঠকে কার্যনির্বাহী সংসদের সব সদস্য অংশ নেবেন দলীয় সূত্র জানিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাস চাপায় চুয়েট...

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্...

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে তিন...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা