রাজনীতি

চন্দনাইশে শোক অনুষ্ঠানে হামলা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে আওয়ামী লীগের শোক দিবসের অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার বাগিচাহাট এলাকার হল টুডে কমিউনিটি সেন্টারে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ জাতীয় শোক দিবস ও ২১ অগাস্ট স্মরণে আয়োজিত আলোচনা চলছিল। সভার শেষদিকে বাইরে থেকে হামলার পর বিক্ষুব্ধরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।

চন্দনাইশ থঅনার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, আলোচনা সভার শেষ দিকে প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বক্তব্য শেষ হলে হামলার ঘটনা ঘটে। পরে সভা সেখানেই পণ্ড হয়ে যায়।

আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম (৪৫), চন্দনাইশ পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লোকমান হাকিম (৪০) ও আওয়ামী লীগকর্মী নুরুল আমিন (৪১)।

চন্দনাইশ থঅনার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, চন্দনাইশ উপজেলা ও গাছবাড়িয়া ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থলে ইটপাটকেল নিক্ষেপ করে।

কিছুদিন আগে উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি হলে অনেকেই পদবঞ্চিত হয়ে বিক্ষুব্ধ হয়। সোমবারের আলোচনা সভায় পদপ্রাপ্তরা উপস্থিত ছিল বলে পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চারজনের মতো সামান্য আহত হয়েছেন।

হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর আবু তৈয়বের নেতৃত্বে এ হামলা হয়েছে।

পুলিশকে ঘটনা বলা হয়েছে, তারা অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা