সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে আনুষ্ঠানিক ভাবে কোনো দলই এ ব্যাপারে কিছু না জানালেও দুই দলের নেতারা একীভূত না হওয়ার বিষয়ে মন্তব্য করেছেন।
বুধবার (১ অক্টোবর) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে এ কথা জানান।
তিনি লেখেন, গণঅধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে একীভূত হবে না, গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এর আগে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রতীক ইস্যুতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার সুযোগ নেই। এনসিপিতে যোগ দিতে হলে সদস্য ফরম পূরণ করতে হবে। এছাড়া, নির্বাচনেও এনসিপির হয়েই দাঁড়াতে হবে।
সাননিউজ/আরআরপি