কিশোরগঞ্জ প্রতিনিধি : অনেক ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এ দেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি। শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে এ কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘যাদের কাল জন্ম হয়েছে, যারা ১৯৭১ সালে ভিন্ন অবস্থানে ছিল তাদের জানা উচিত বিএনপি ফিনিক্স পাখির মতো। কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গেছে।’
মির্জা ফখরুল বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। সংগ্রাম করে এই জায়গায় এসেছে। একাত্তর সাল আমাদের গর্ব। বিএনপি মহাসচিব বলেন, ওয়ান-ইলেভেনে নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান। সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, যে নেতার নামে স্লোগান দেবেন তারই নম্বর মাইনাস হবে। তিনি বলেন, আজকের যে গণতন্ত্রের কথা সবাই বলছে সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান। গণঅভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট তাড়িয়েছে সেই ছাত্রজনতাকে
অভিনন্দন জানাই।
এ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল , কেন্দ্রীয় বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রমুখ । জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন হয় । সকাল থেকেই জেলার ১৩টি উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পুরাতন স্টেডিয়ামে সমবেত হন । হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয় ।
বিকেলে ২য় অধিবেশেনে ভোট গ্রহনের মধ্য দিয়ে ২০৯০ জন কাউন্সিলর তাদের নেতা নি্র্বাচিত করবেন ।
আমার বাঙলা /আরএ