ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

আগুনে পুড়ে গেলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : হঠাৎ দুর্ঘটনায় শরীরের কোনো অংশ আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ক্ষতির পরিমাণ কমানো যায়।

আরও পড়ুন : গরমে পানিশূন্যতার লক্ষণ

বিশেষজ্ঞরা জানান, উচ্চ তাপ তৈরি হতে পারে ২ ধরনের উৎস হতে- শুকনো ও ভেজা। আগুন, গরম তৈজসপত্র ও গরম ইস্ত্রি ইত্যাদি হলো শুকনো তাপের উৎস। অপরদিকে গরম পানি ও জলীয় বাষ্প হলো ভেজা তাপের উৎস। উভয় ধরনের ক্ষেত্রে একই চিকিৎসা দেওয়া হয়ে থাকে।

জেনে নিন শরীরের কোথাও পুড়ে গেলে যা করণীয়-

আরও পড়ুন : ইফতারে বাঙ্গি খাওয়ার উপকারীতা

(১) তাপের উৎস থেকে সরিয়ে নেওয়া : যেখান থেকে তাপ লেগেছে সেই উৎসের কাছ থেকে দূরে সরে যেতে হবে বা সরিয়ে নিতে হবে। কারণ সেখানে অবস্থান করলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। আশেপাশে কেউ থাকলে দ্রুত সাহায্যের জন্য ডাকুন। এ সময় যত দ্রুত পদক্ষেপ নেবেন, তত বেশি সহজে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে।

(২) আগুন নেভানো : গায়ে আগুন লাগলে সাথে সাথে নিভিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। মাটিতে গড়াগড়ি দিয়ে, ভারী কম্বল পেঁচিয়ে, পানি দিয়ে কিংবা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলতে হবে। গায়ের কাপড়ে আগুন ধরে গেলে সাথে সাথে তা খুলে ফেলতে হবে।

আরও পড়ুন : বাতাবি লেবুর নানা গুণ

(৩) পানি ঢালা : পুড়ে যাওয়া স্থানে সাথে সাথে আক্রান্ত স্থানে প্রচুর পানি ঢালতে হবে। প্রবাহমান পানির নিচে অর্থাৎ ট্যাপের পানির নিচে আক্রান্ত স্থান কমপক্ষে ২০ মিনিটের মতো রাখতে হবে। তা সম্ভব না হলে বালতিতে পানি নিয়ে মগের সাহায্যে ২০ মিনিটের মতো পানি ঢালতে হবে।

এতে আক্রান্ত স্থান ঠান্ডা করতে সহজ হবে। সাধারণ তাপমাত্রার বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন। তবে বরফ ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন : পেঁপের লাচ্ছি তৈরির রেসিপি

(৪ গায়ের কাপড় ও গয়না খুলে ফেলা : পুড়ে গেলে আক্রান্ত স্থানের কাপড় খুলে ফেলতে হবে। সেই সাথে শরীরে কোনো গয়না থাকলে খুলে ফেলতে হবে। পুড়ে চামড়ার সাথে কিছু লেগে গেলে তা টানাটানি করে খোলার চেষ্টা করবেন না। এতে ক্ষতি আরও বাড়তে পারে।

(৫) আক্রান্ত স্থান ঢেকে রাখা : পোড়ার কারণে সৃষ্ট ক্ষতস্থানটি পরিষ্কার ও জীবাণুমুক্ত গজ দিয়ে ঢেকে দিতে হবে। যদি হাতের কাছে গজ না থাকে তবে পরিষ্কার কাপড় অথবা পলিথিন ব্যবহার করতে হবে। কারণ খোলা রাখলে আরও বেশি সংক্রমণের ভয় থাকবে।

আরও পড়ুন : ইফতারে কোন দেশের মানুষেরা কী খান?

(৬) কাপড় দিয়ে মুড়ানো : আক্রান্ত ব্যক্তিকে পরিষ্কার চাদর বা কম্বল দিয়ে মুড়িয়ে রাখতে হবে। এতে শরীরের অনুকূল তাপমাত্রা বজায় থাকবে। আক্রান্ত স্থানে যাতে কোনো ধরনের চাপ বা ঘষা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।

(৭) রোগীকে বসিয়ে রাখা : চোখ কিংবা মুখ পুড়ে গেলে রোগীকে বসা অবস্থায় রাখার চেষ্টা করতে হবে। এতে ফোলা কিছুটা কমতে পারে। যদি পা কিংবা শরীরের নিচের দিকের কোনো অংশ পুড়ে যায় তবে আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে পায়ের দিকটা উঁচু করে রাখতে হবে।

আরও পড়ুন : শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে করণীয়

(৮) আরও যেসব বিষয়ে খেয়াল রাখবেন : পোড়ার পরিমাণ বেশি হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আক্রান্ত স্থানে টুথপেস্ট, তেল ও হলুদ ব্যবহার করা যাবে না।

ক্ষতস্থানে সরাসরি তুলা, টিস্যু কিংবা ক্রিম লাগানো যাবে না। ফোসকা পড়লে তা হাসপাতালে যাওয়ার আগে ফাটানো যাবে না। চিকিৎসকের পরামর্শের বাইরে কোনো ধরনের ড্রেসিং, মলম বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির

৮৪ মিনিট পর্যন্তও ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধ হয় শিরোপায় এক হাত দ...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা