মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন— বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মমিন আলী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এক শতাংশ সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় সমর্থনকারী ভোটারকে না পাওয়া এবং ভোটারের বিদেশে অবস্থান করায় মীর সরফত আলী সপু ও মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জ-১ আসনে সর্বমোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে দুজনের মনোনয়নপত্র বাতিল হলেও তারা আপিল করতে পারবেন।
সাননিউজ/আরপি