আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উপকূলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আবারও যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এছাড়া এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।
আরও পড়ুন : মালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন এমকিউ–৯ রিপার নামে একটি ড্রোন ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানায়, সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের কাছে দ্বিতীয়বারের মতো এমকিউ–৯ ড্রোন বিধ্বস্ত করল হুথিরা। গত বছরে হুথিরা আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল।
আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিধস, নিহত ২৫
পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা বলেছেন, ‘১৯ ফেব্রুয়ারি লোহিত সাগরে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে একটি আমেরিকার এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হয়েছে।’
তিনি আরও জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একটি হুথি সারফেস টু এয়ার মিসাইল দ্বারা ভূপাতিত করা হয়েছে।’
সান নিউজ/এমআর