ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজারে বিদ্রোহীদের হামলা, নিহত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ সেনা সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় ৩ নারী নিহত

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম আফ্রিকার এ দেশটিতে মোটরবাইকে করে আসা শত শত সশস্ত্র বিদ্রোহী সেনাদের ওপর হামলা চালালে এ প্রাণহানি ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহীর হামলায় কমপক্ষে ১২ জন সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন: নেদারল্যান্ডসে বন্দুক হামলা, নিহত ৩

বিদ্রোহীর হামলার জেরে সৃষ্ট লড়াইয়ে ৭ সেনা নিহত হয়েছে। হামলার শিকার ইউনিটকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় অন্য ৫ জন নিহত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী নিয়ামে থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে কান্দাদজিতে এ ঘটনা ঘটে। গত কয়েক বছরে সাহেল অঞ্চলে ইসলামি বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এলাকাটি।

আরও পড়ুন: আটকে পড়া নভোচারীরা ফিরলেন

একজন সিনিয়র সামরিক কর্মকর্তাসহ নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ৩ টি সূত্র বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছে। যদিও এ হামলায় কারা জড়িত, তা এসব সূত্র বা নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি।

অবশ্য আল কায়েদা ও ইসলামিক স্টেটের সহযোগীরা এ অঞ্চলে সক্রিয় রয়েছে। প্রায়ই সৈন্য ও বেসামরিক নাগরিকদের তারা ওপর আক্রমণ চালিয়ে থাকে।

আরও পড়ুন: দেশে ফিরলেন সেনাপ্রধান

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রায় ১০০ বিদ্রোহী নিহত হয়েছে। তাদের মোটরবাইক ও অস্ত্র ধ্বংস করা হয়েছে। এর বেশি আর কোনো বিবরণ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

অপরদিকে ২ টি নিরাপত্তা সূত্র বলছে, নাইজারের সেনাবাহিনী স্থল সেনাদের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে পাল্টা হামলা চালিয়ে বিদ্রোহীদের আক্রমণের জবাব দিয়েছে। এ সময় হেলিকপ্টারগুলোর মধ্যে ১ টিতে বিদ্রোহীরা আঘাত হানলেও সেটি ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়।

আরও পড়ুন: ঢাকায় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

প্রসঙ্গত, গত জুলাই মাসে নাইজারের ক্ষমতাসীন সামরিক জান্তা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। খারাপ নিরাপত্তা পরিস্থিতি ও সাধারণ মানুষের মধ্যে অসন্তুষ্টির কারণে তারা অভ্যুত্থান ঘটায়। প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোতেও গত ৩ বছরে দুটি করে অভ্যুত্থান হয়েছে।

চলতি বছরের আগস্টের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম নাইজারে আরেকটি হামলায় কমপক্ষে ১৭ সেনা সদস্য নিহত হয়েছিল।

আরও পড়ুন: রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম, বাস চলাচল বন্ধ

গত এক দশক ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল ও পশ্চিম নাইজারে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে। সাহেল অঞ্চলে সক্রিয় স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও আইএসের সম্পর্ক রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম বাংলাদেশ ব্যাংক গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আগামী ২...

বিএনপি ভেসে আসা দল নয়, বিএনপিকে খাটো করে দেখবেন না

বিএনপিকে খাটো করে দেখবেন না, উপদেষ্টা পরিষদ পক্ষপা...

গুম প্রতিরোধ আইনে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

গুম প্রতিরোধ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন, সর্বোচ্চ স...

সৌদি আরবে ১৭ হাজার নারী শিক্ষকে দেয়া হবে সংগীত প্রশিক্ষণ

সৌদি আরব সরকার বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। দেশের শ...

‘ঘি আমাদের লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব’ — নো হাংকি পাংকি

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভোটের দাবিতে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জামা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা