ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রুশ আগ্রাসন মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ইউক্রেন বিজয়ে রুশ আগ্রাসন শেষ হবে

শনিবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কিয়েভের চলমান পাল্টা আক্রমণে সাহযোগিতা করার জন্য ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি সম্পর্কে জানেন- এমন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এসব মিডিয়া রিপোর্টে বলা হয়, সহায়তার অংশ হিসেবে ইউক্রেন কিছু এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পাবে, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পর্যন্ত।

বিবিসি বলছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে যুদ্ধের ফ্রন্টলাইনের অনেক গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষমতা দেবে।

আরও পড়ুন: পাকিস্তানের নির্বাচনের তারিখ ঘোষণা

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা এমন সময়ে সামনে এলো, যখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌ-বাহিনীর সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ। এতে ১ জন নিহত হয়েছেন এবং হামলার পর সেখানে আগুন ধরে যায়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপলে অবস্থিত রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌ-বাহিনীর সদর দফতরে শুক্রবার কমপক্ষে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন স্থানীয় গভর্নর মিখাইল রাজভোজায়েভ।

আরও পড়ুন: চীন সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট

ইউক্রেনের একটি সামরিক সূত্র বিবিসিকে জানায়, সেভাস্তোপলে এ হামলা চালাতে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র কিয়েভকে সরবরাহ করেছিল ব্রিটেন ও ফ্রান্স। এ ধরনের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ১৫০ মাইলের বেশি।

এমন পরিস্থিতিতে প্রভাবশালী সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলছে, কিয়েভ অল্প সংখ্যক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে বলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন বাইডেন।

আরও পড়ুন: পোল্যান্ড-ইউক্রেন দ্বন্দ্বে অস্ত্র সহায়তা বন্ধ

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে এ ২ নেতার বৈঠক হয়। সেখানেই এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এমনকি দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাঠানো হবে।

এদিকে ওয়াশিংটন পোস্ট অস্ত্র দেওয়ার আলোচনা সম্পর্কে জানেন- এমন বেশ কয়েকজনকে উদ্ধৃত করে বলছে, ইউক্রেন একক ওয়ারহেডের পরিবর্তে ক্লাস্টার বোম্বলেটে সজ্জিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে।

আরও পড়ুন: নাগর্নো-কারাবাখে অভিযান, নিহত ২০০

যদিও যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কেউই আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি।

প্রসঙ্গত, টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এ আগ্রাসনের শুরু থেকেই পূর্ব ইউরোপের এ দেশটিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বাইডেন-জেলেনস্কির বৈঠকের পর ওয়াশিংটন ইউক্রেনের জন্য আর্টিলারি ও গোলাবারুদসহ ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করেছে। এছাড়া আগামী সপ্তাহে আমেরিকার আব্রামস ট্যাংকগুলো কিয়েভে পৌঁছে দেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

কুষ্টিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির কবর খনন

হাদির কবর খননের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন গণমানুষের মনিকোঠায় : বাংলাদেশ ন্যাপ

‘জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও...

কুষ্টিয়ায় হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

হাদির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা