ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিয়ানমারে হামলায় নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক শাসনের বিরোধীদের একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

আরও পড়ুন : গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

বুধবার (১২ এপ্রিল) প্রত্যক্ষদর্শী, স্থানীয় গণতন্ত্রপন্থি গোষ্ঠীর সদস্য এবং মিয়ানমারের স্বাধীন মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

মঙ্গলবার (১১ এপ্রিল) সেনা শাসনের বিরোধীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া এসব মানুষের ওপর বোমা হামলা চালায় সামরিক বাহিনী। এর আগে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন : বিশ্বে আরও ১৮৫ মৃত্যু

২ বছরেরও বেশি সময় আগে সেনা অভ্যুত্থানে মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতনের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

মূলত অং সান সুচি সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমার অশান্তিতে নিমজ্জিত হয়। ফলেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ এবং সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়।

আরও পড়ুন : বাখমুতের অধিকাংশই রাশিয়ার দখলে

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে বিরোধীদের দমন করতে প্রাণঘাতী শক্তি ব্যবহার করার অভিযোগ রয়েছে।

বিরোধীদের সশস্ত্র সংগ্রাম মোকাবিলায় ক্রমবর্ধমানভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে তখন থেকে ৩ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অনুমান করা হয়।

আরও পড়ুন : বঙ্গবাজারে আজ থেকে বসবেন ব্যবসায়ীরা

একজন প্রত্যক্ষদর্শী দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, মিয়ানমারের সাগাইং অঞ্চলের কানবালু শহরের পাজিগি গ্রামের বাইরে বিরোধী গোষ্ঠীর একটি স্থানীয় কার্যালয় খোলার জন্য মঙ্গলবার সকাল ৮ টায় বহু মানুষ জড়ো হয়েছিলেন। উপস্থিত সেই মানুষের ভিড়েই সরাসরি বিমান হামলা চালায় সেনাবাহিনী।

সাগাইং অঞ্চলটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের প্রায় ১১০ কিলোমিটারউত্তরে অবস্থিত।

আরও পড়ুন : মিনিকেট নাম দিয়ে চাল বিক্রি নয়

ঐ প্রত্যক্ষদর্শী আরও জানান, হামলার প্রায় আধা ঘণ্টা পরে একটি হেলিকপ্টার সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত জনতার ওপর গুলিবর্ষণ করে।

এপি জানিয়েছে, এ হামলার পর প্রাথমিক রিপোর্টে মৃতের সংখ্যা প্রায় ৫০ বলে জানানো হয়েছিল। পরে দেশটির স্বাধীন মিডিয়ার রিপোর্টে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন : ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

তবে হামলার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা অসম্ভব। কারণ রিপোর্টিংয়ের বিষয়ে সামরিক সরকারের বিধিনিষেধ রয়েছে।

ঐ প্রত্যক্ষদর্শী জানান, আমি ভিড় থেকে অল্প দূরে দাঁড়িয়ে ছিলাম। একপ র্যায়ে ঘটনাস্থলে যুদ্ধবিমান এগিয়ে আসার বিষয়ে আমার এক বন্ধু আমার সাথে ফোনে যোগাযোগ করে। ফাইটার জেটটি সরাসরি ভিড়ের ওপর বোমাবর্ষণ করে। আমি কাছের একটি খাদে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ি।

আরও পড়ুন : তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ

কয়েক মুহূর্ত পরে আমি উঠে দাঁড়িয়ে চারপাশে মানুষকে টুকরো টুকরো এবং মৃত অবস্থায় দেখি। অফিস ভবনটিও পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানিয়েছেন, এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাদের নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার এসে আরও মানুষকে গুলি করে। আমরা এখন দ্রুত মৃতদেহ দাহ করছি।

আরও পড়ুন : ভারতে গোলাগুলিতে নিহত ৪

এপি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেখানে প্রায় ১৫০ জন লোক জড়ো হয়েছিলেন। নিহতদের মধ্যে নারী ও ২০-৩০ জন শিশুও রয়েছে।

ঐ প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয়ভাবে গঠিত সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য বিরোধী সংগঠনের নেতারাও সেনাবাহিনীর এ হামলায় নিহত হয়েছেন।

আরও পড়ুন : রুশ আগ্রাসনে নিহত সাড়ে ৮ হাজার

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা এ হামলার তীব্র নিন্দা করেছে। সেই সাথে সামরিক বাহিনীকে জবাবদিহি করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বলছে, সন্ত্রাসী সামরিক বাহিনীর এই জঘন্য হামলা নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে তাদের নির্বিচারে চরম শক্তি প্রয়োগের আরেকটি উদাহরণ। এটি একটি যুদ্ধাপরাধ।

আরও পড়ুন : ডা. জাফরুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রসঙ্গত, এনইউজি সেনাবাহিনীর বিরোধিতা করে নিজেকে মিয়ানমারের বৈধ সরকার বলে থাকে। মঙ্গলবার উদ্বোধন করা অফিসটি ছিল এই গোষ্ঠীটির প্রশাসনিক নেটওয়ার্কের অংশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

ঢাকায় ফিরল ৮ বাংলাদেশির লাশ  

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউ...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভারতকে সরিয়ে টেস্টে শীর্ষস্থান দখল করেছে অস...

ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন...

যারা চাপে রাখতে চেয়েছিল তারাই চাপে

নিজস্ব প্রতিবেদক : যারা আমাদেরকে চাপে রাখতে চেয়েছিল, তারাই...

২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কাল

নিজস্ব প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য...

১০ টাকায় চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা