আন্তর্জাতিক

উত্তর না দিয়েই চলে গেলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক সম্মেলনে এসে হঠাৎ করে চলে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, এমন ঘটনা ঘটেছে বহুবার।

আরও পড়ুন: বিক্ষোভকারীদের ক্ষমা করলো ইরান

সোমবার ( ১৩ মার্চ) চলমান ব্যাংক সংকট নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন তিনি। আগের কয়েক বারের মতো এদিনও হঠাৎ করেই মাঝ পথে চলে যান তিনি। তবে এবারের ঘটনাটি সমালোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রে গত শুক্রবার সিলিকন ভ্যালি ও সোমবার সিগনেচার ব্যাংক নামের দু’টি ব্যাংক বন্ধ হয়ে যায়। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কেউ যেন আতঙ্কিত না হন সেই অনুরোধ জানান বাইডেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা সমুন্নত রাখা এবং রক্ষার ব্যাপারে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তিনি।

ওই সময় একজন সাংবাদিক বাইডেনকে জিজ্ঞেস করেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, কেন এমনটি হলো এ ব্যাপারে আপনি এখন পর্যন্ত কী জানেন? আর আপনি কী মার্কিনিদের নিশ্চয়তা দেবেন এর বড় প্রভাব ব্যাংক খাতে পড়বে না?’

ওই সময় কোনো কথা না শুনেই বাইডেন হেঁটে চলে যাওয়া শুরু করেন। তখন আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘আরও ব্যাংকে কি ধস নামবে প্রেসিডেন্ট?’ ওই সময় সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের ইউটিউব চ্যানেলে থাকা এ ভিডিওটি ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন। তবে ভিডিওটির কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। বাইডেনের মাঝ পথে সংবাদ সম্মেলন থেকে চলে যাওয়া এবং ইউটিউবে কমেন্ট বক্স বন্ধ করার বিষয়টি নিয়ে টুইটারে অনেকে সমালোচনা করেছেন।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের কথিত নজরদারি বেলুন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। ওইদিনও হঠাৎ করে তিনি চলে যান। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘আপনার পরিবারের বাণিজ্যিক সম্পর্কের কারণে কী আপনি ছাড় দিচ্ছেন?’ এর জবাবে বাইডেন কিছুটা রাগান্বিত হয়ে বলেন, ‘আমাকে মুক্তি দিন।’ এ বলে চলে যান তিনি।

আরও পড়ুন: অস্ত্র কেনা স্থগিত করল আমিরাত

গত বছর কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাইডেন। ওই বৈঠকের বিষয়ে জানতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। কিন্তু তিনি প্রশ্নের জবাব না দিয়ে হাসতে থাকেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেন, ‘তিনি কথা বলেননি কারণ তার কাছে উত্তরই নেই।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাকিবের ব্যাপারে বোর্ডের ‘কিছু করার নেই’

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থ...

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্র...

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির আইক...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিন রিমান্ডে

দুর্নীতিমূলক, বিদ্বেষমূলক, বেআইনি রায় প্রদানসহ জাল-জালিয়াতির অভিযোগে রাজধানীর...

ডাকসু নির্বাচনে যে পরিকল্পনাতে এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো

গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র স...

শাহবাগে আরেকটি মব তৈরি হচ্ছে: রাশেদ খান

রাজধানীর শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে মব তৈরির চেষ্টা হচ্ছে বলে...

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা-দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয...

এখন আলোচনায় 'এক্সিট''

প্রতিবেদনে বলা হচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স সামনের ম...

শাহবাগে ৪ ঘণ্টা ধরে অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তি

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত...

সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, প্রয়োজনে আবারও আলোচনায় বসবে কমিশন: আলী রীয়াজ 

জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে জা‌নি‌য়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা