আন্তর্জাতিক

রুশ ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ

সান নিউজ ডেস্ক: আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট থেকে রাশিয়া ও বেলারুশের কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করেছে পশ্চিমা দেশগুলো।

আরও পড়ুন: আবারও কমল মৃত্যু ও শনাক্ত

শনিবার (১২ মার্চ) থেকে কার্যকর হবে। এই পদক্ষেপে দুই দেশের ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যাংকগুলো আর সরাসরি লেনদেন করতে পারবে না।

রাশিয়ার ১২টি ও বেলারুশের ১টি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আর্থিক লেনদেন হয়ে আসছে। ওই ব্যাংকের নাম ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স, ভিইবি।

রূপপুর প্রকল্পে অর্থায়নের রুশ এজেন্ট ভিইবির মাধ্যমে সোনালী ব্যাংক লেনদেন করে থাকে। কয়েকদিন আগে সুইফটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে বার্তা পাঠিয়ে আপাতত লেনদেন না করার কথা জানায় ব্যাংকটি। পরবর্তীতে বিলম্ব ফি দিতে হবে না বলেও জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশে সানি লিওন!

পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার অন্যান্য ব্যাংকের সঙ্গেও লেনদেন না করার বিষয়ে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বার্তা দেওয়া হয়েছে। এমতাবস্থায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিরা জানিয়েছেন। ৯১ হাজার কোটি টাকা রুশ ঋণের এই প্রকল্প থেকে ২০২৪ সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করতে রাশিয়ার গ্লাভ কসমসের সঙ্গে গত মাসে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। গ্লাভ কসমস হচ্ছে মস্কোর রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা রসকসমসের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বলছেন, রাশিয়া ও বেলারুশের ব্যাংকের ওপর সুইফট নিষেধাজ্ঞার কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। মস্কোয় রপ্তানি করা পণ্যগুলোর প্রায় ৮০ শতাংশের লেনদেন হয়ে থাকে সিঙ্গাপুর ও হংকংয়ের ব্যাংকের মাধ্যমে। তবে সরকারি প্রকল্পগুলোর ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন: এবার ডালের বাজারেও অস্থিরতা

গত শুক্রবার নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকগুলোর সঙ্গে লেনদেন না করার নির্দেশ দিয়ে দেশের সকল ব্যাংকে বার্তা পাঠিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এই তালিকায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ভিটিবি ব্যাংক, ব্যাংক অতক্রিতিয়ে, নোভিকম ব্যাংক, প্রমসিয়াজ ব্যাংক, ব্যাংক রোশিয়া, সভকম ব্যাংক ও ভেনশেকনম ব্যাংক বা ভিইবি রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা