আন্তর্জাতিক

সবসময় একাদশে থাকতে চাই

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ এর বিধানসভা নির্বাচনে কলকাতার টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন বাবুল। কিন্তু তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে প্রায় ৫০ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন।

সম্প্রতি মোদী সরকারের নির্দেশে প্রতিমন্ত্রিত্ব হারানোর পর রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল। সে সময় তিনি জানিয়েছিলেন, অন্য কোনো দলে যোগ দেবেন না। তবে মাত্র তিন-চার দিনের আলাপ-আলোচনায় তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছেন

মোদীর দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে শনিবার (১৮ সেপ্টেম্বর) মমতার দলে যোগ দিয়েছেন সংসদ সদস্য তথা জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়। ওইদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান সে বিষয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করেন বাবুল। শুরুতেই বাবুল ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে।

এরপর তিনি বলেন, আমাকে খেলার সুযোগ দিয়েছে তাই তৃণমূলে আসা। খেলার সুযোগ না পেয়ে আমি বিজেপি ছেড়েছি। আমি সবসময় প্রথম একাদশে থাকতে চাই। সেই কারণে আমি বলবো, আমায় প্রথম একাদশে রাখার জন্য দিদি ও অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই।

এদিকে, মোদীর মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও দিদির মন্ত্রিসভায় বড়সড় পদ পেতে চলেছেন বাবুল। কেন্দ্রীয় সরকার তার ‘জেড সিকিউরিটি’ বাতিল করে দিলেও মমতা সরকারের পক্ষ থেকে ‘ওয়াই সিকিউরিটি’ পেয়েছেন তিনি।

এদিকে একটি সূত্র জানাচ্ছে, রাজ্যের কোনো মন্ত্রির পদ বা রাজ্যসভার সংসদ সদস্য পদ পেতে চলেছেন বাবুল। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। এই নির্বাচনে তিনি কি মমতার হয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচার করবেন?

উত্তরে বাবুল বলেছেন, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল লড়াকু মেয়ে। ওকে আমি ভালো করে চিনি। তাই দলকে অনুরোধ করবো প্রচারের নামে আমাকে বিড়ম্বনায় যেন না ফেলা হয়।

প্রসঙ্গত, বাবুলের হাত ধরেই প্রিয়াঙ্কার বিজেপিতে আসা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা