আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে সাংবাদিক খুন

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের খ্যাতনামা অপরাধবিষয়ক প্রতিবেদক পিটার আর দে ভ্রাইস আততায়ীর গুলিতে নিহত হয়েছে । একটি টিভি চ্যানেলের টক শো শেষে বাসায় ফেরার পথে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাজধানী শহর আমস্টারডামের সিটি সেন্টারের কাছে একটি টেলিভিশন চ্যানেলের লাইভে যোগ দিতে গিয়েছিলেন পিটার আর দে ভ্রাইস। প্রায় প্রতিদিনই ওই শোতে অংশ দিতেন তিনি। সেখান থেকে বের হতেই তার ওপর হামলা চালানো হয়।

প্রকাশ্য দিবালোকে পিটারের কপাল বরাবর পাঁচবার গুলি করা হয়। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নেদারল্যান্ডসে। দেশটির প্রধানমন্ত্রীও শোকবার্তা প্রকাশ করেছেন।

৬৪ বছর বয়সী পিটার সাংবাদিক মহলে কালো ঘোড়া হিসেবে পরিচিত ছিলেন। ভয়ডর বলে কিছু তার মধ্যে ছিল না। দীর্ঘ কর্মজীবনে অসংখ্যবার অপরাধবিষয়ক সাহসী প্রতিবেদন করেছেন। যার জন্য প্রাণের হুমকিও পেয়েছেন বহুবার। কিন্তু বিষয়টিকে কখনোই বিশেষ গুরুত্ব দেননি পিটার।

অপরাধবিষয়ক সাংবাদিক হিসেবে যথেষ্ট নামডাক তার। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা একটি ক্রাইম শো পরিচালনা করেছেন। ওই শো-ই তাকে খ্যাতির শিখরে নিয়ে গেছিল। এছাড়া ১৯৮৩ সালে ফ্রেডি হেইনিকেনের অপহরণের কাহিনিও তিনি প্রথম তুলে ধরেন, যা নিয়ে পরবর্তীতে বই প্রকাশিত হয়েছে, তৈরি হয়েছে সিনেমা। ২০০৮ সালে ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পান পিটার।

খ্যাতনামা এ সাংবাদিকের মৃত্যুর খবরে গভীর শোক জানিয়েছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রুটে। এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি খুবই দুঃখজনক খবর। দেশের জন্য অন্ধকার দিন। এর মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর কালো রঙ ছিটিয়ে দেয়া হলো। দেশটির অন্য মন্ত্রীরাও পিটারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

নেদারল্যান্ডস পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পিটারের খুনিও রয়েছে। কিন্তু কারো নাম প্রকাশ করা হয়নি। হত্যার কারণও জানায়নি পুলিশ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা