আন্তর্জাতিক

বাণিজ্যযুদ্ধ সমাধানের পথে যুক্তরাষ্ট্র-ইইউ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে শুল্ক আরোপ করলে পাল্টা পদক্ষেপ হিসেবে ইইউও মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে। ১৭ বছর ধরে চলমান এ বিরোধ সমাধানে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। এরই অংশ হিসেবে উভয়ে এ-সম্পর্কিত বিলিয়ন ডলারের শুল্ক ৪ মাসের জন্য স্থগিত করার বিষয়ে একমত হয়েছেন। খবর ব্লুমবার্গ।

জানা যায়, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানকে অন্যায্য ভর্তুকি দেয়া নিয়ে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং ও ফরাসি উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসকে অন্যায্য সুবিধা দেয়ার অভিযোগ করে আসছে দুই পক্ষই। এ বিরোধ একসময় শুল্কযুদ্ধে রূপ নেয়।

ইউরোপীয় কমিশন (ইসি) এক বিবৃতিতে জানিয়েছে, এক ফোনালাপে জো বাইডেন ও উরসুলা ভন ডার লিয়েন এ-সম্পর্কিত বাণিজ্য শুল্ক স্থগিত করতে সম্মত হয়েছেন। ইসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বাণিজ্য কমিশনার ভালদিস দম্ব্রোভস্কিস এক পৃথক বিবৃতিতে বলেন, শুল্ক স্থগিতের এ সিদ্ধান্ত দুই পক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে সহায়তা করবে।

এছাড়া এ পদক্ষেপ আলোচনার মাধ্যমে আমাদের একটি বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমাধানে আসারও সুযোগ দেবে। ইইউ ও যুক্তরাষ্ট্রের ইতিবাচক বাণিজ্য সম্পর্ক কেবল দুই পক্ষেরই নয়, বৈশ্বিক বাণিজ্যের জন্যও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইইউ যৌথ বিবৃতিতে বলেছে, আলোচ্য সমাধানের মূল উপাদানগুলোর মধ্যে এ শিল্পে ভবিষ্যৎ সহায়তার বিষয়ে শৃঙ্খলা অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া চীনের মতো অর্থনীতি থেকে এ শিল্পে নতুন প্রবেশকারীদের বিকৃত-বাণিজ্য অনুশীলন নিয়ে আলোচনা হবে। বোয়িং ও এয়ারবাসকে ভর্তুকি সম্পর্কিত বিরোধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) অনুমোদিত ট্রান্স-আটলান্টিক বাণিজ্যে সম্মিলিতভাবে ১ হাজার ১৫০ কোটি ডলার শুল্ক আরোপ করা হয়। আর এর প্রভাব পড়ে শিল্প, কৃষি ও ভোক্তা পণ্যের ওপর।

গত বছরের নভেম্বরে ইইউ ৪০০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে। তারও আগে ২০১৯ সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ব্লক থেকে পণ্য আমদানিতে ৭৫০ কোটি ডলার শুল্ক আরোপ করেছিল। এক্ষেত্রে ফরাসি ওয়াইন ও স্প্যানিশ জলপাই থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ট্রাক্টর, বাদাম ও ফল বাড়তি শুল্কের মুখে পড়ে।

শুল্ক স্থগিতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এয়ারবাস। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রয়োজনীয় সব পদক্ষেপকে সমর্থন করে এবং শুল্ক এড়াতে বিরোধ মীমাংসায় আলোচনার প্রতি সমর্থন অব্যাহত রাখে। যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক বিষয়ক প্রধান মাইরন ব্রিলিয়ান্ট বলেন, এটি একটি আশাব্যঞ্জক সংকেত।

এ পদক্ষেপ এমন একটি আলোচনার পথ তৈরি করেছে, যা স্থায়ীভাবে শুল্ক সরিয়ে দেবে। সময় এসেছে, ট্রান্স-আটলান্টিক অর্থনীতিতে এমন একটি চুক্তি দরকার।ডব্লিওটিও এর আগে রায় দিয়েছিল, উড়োজাহাজ তৈরি, ইকুইটি ইনফিউশন, ঋণ ক্ষমা ও অন্যান্য আর্থিক সহায়তার মাধ্যমে জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্য এয়ারবাসকে অবৈধ ভর্তুকি সরবরাহ করেছিল। এছাড়া ওয়াশিংটনের অন্যায্য ভর্তুকির মাধ্যমে বোয়িং উপকৃত হয়েছে। উভয় পক্ষই জানিয়েছে, তারা চলমান বিরোধ নিষ্পত্তি করতে চায়।

ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার বলেন, অবশেষে আমরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার বাণিজ্যযুদ্ধ থেকে বেরিয়ে আসছি। এটি কেবল উভয় পক্ষের জন্য ক্ষতির কারণ হয়েছে। আসুন আমরা একটি সুনির্দিষ্ট চুক্তি পেতে সহযোগিতার পথে অগ্রসর হই।

এই সংকটকালীনকে পুনর্মিলনের সময় করে তুলতে হবে। তবে এ শুল্ক স্থগিতের ঘোষণাটি ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সব বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করবে না। অন্যান্য কারণে অনেক পণ্যের ওপর আরোপিত শুল্ক বজায় থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

মেসি ফিরলেন, গোল করলেন, দলকেও জেতালেন

পুরো ম্যাচ খেলেননি, বদলি নেমে মাঠে ছিলেন ৪৫ মিনিট। ম্যাচের এই অর্ধেক সময়েই ব্...

ক্রীড়া উপদেষ্টা আসিফই বলেছিলেন নির্বাচন করতে, দাবি ফারুকের

সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলে...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা