আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে তুষার ধস: বেঁচে শ্রমিক যা বললো

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে তুষার ধস হওয়ার ঘটনা ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৭০জন। তাছাড়া ৩১ জনের লাশও উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) যখন হালকা বান আসে তখন রাজেশ কুমার নামের এক শ্রমিক ও তার সহকর্মীদের সঙ্গে স্থানীয় জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলের ৩শ' মিটার ভিতরে কাজ করছিলেন। বন্যার পানি যখন টানেলের মধ্যে ঢোকে তখনও তারা সেখানেই ছিলেন।

হাসপাতালের বিছানায় শুয়ে বছর আঠাশের রাজেশ বলছিলেন, 'আমরা ভাবতেও পারিনি কিছু করতে পারব। হঠাৎ আমরা একটা হুইসিলের আওয়াজ শুনি। বাইরে তখন চিৎকার হচ্ছিল। সবাই আমাদের বেরিয়ে আসতে বলছিলেন। আমরা ভেবেছিলাম আগুন লেগেছে। আমরা দৌঁড়তে শুরু করি। কিন্তু পানি তীব্র বেগে তখন টানেলে ঢুকে পড়েছে। ঠিক যেন হলিউডের সিনেমার মতো।'

তারা টানেলের মধ্যে উঁচু করে বাঁধা রড আঁকড়ে ধরেন। প্রায় চার ঘণ্টা এমন চলে। মাথা পানির উপরে বের করে কোনওক্রমে শ্বাস নিচ্ছিলেন সবাই। প্রত্যেকে প্রত্যেককে সাহায্যের চেষ্টা করছিলেন। রাজেশ বলেন, 'আমরা সবাই সবাইকে বলছিলাম, যাই হয়ে যাক, আমদের রড ছাড়লে চলবে না। ভগবানকে ধন্যবাদ আমাদের হাত ফসকে যায়নি।'

বন্য়ার পানি উপত্যকায় নেমে যাওয়ার পর টানেলে পানি কমতে শুরু করে। কিন্তু ধ্বংসাবশেষ ও কাদা প্রায় ১.৫ মিটার ঢেকে দেয়। রাজেশ বলেন, 'আমরা ধ্বংসাবশেষের উপর দিয়ে এগিয়ে যেতে থাকি। কোনওক্রমে টানেলের মুখে পৌঁছানো আমাদের লক্ষ্য ছিল।' তারা এরপর একটি ছোট ছিদ্র দেখতে পান। সেখান দিয়ে বাতাস আসছিল। প্রত্যেকেই তা বুঝতে পারছিলেন। এরপর তারা আলো দেখতে পান। একজনের ফোনে টাওয়ারও পাওয়া যায়। সময় নষ্ট না করে তারা সাহায্য চান।

ওই ছোট্ট গর্তের মাধ্যমেই সেদিন রাজেশ ও তার সহকর্মীদের বের করেন উদ্ধারকারীরা। অভিশপ্ত ওই টানেল থেকে বেরিয়ে এক এক জনের প্রতিক্রিয়া ছিল এক এক রকম। কেউ শূন্যে ঘুসি ছুঁড়ে আনন্দ ব্যক্ত করছিলেন, কাউকে আবার সোজা স্ট্রেচারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। অতক্ষণ বন্দি থাকার পর অনেকেরই অল্প আঘাত ছাড়া তেমন কোনও ক্ষতি হয়নি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

বিপ্লবী হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবন এলাকায় সম্...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই হাদির কবর খনন

হাদির কবর খননের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এ সময় আশপাশে অনেক মানুষের ভিড় লক্ষ্য...

কুষ্টিয়ায় ওসমান হাদীর গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজা...

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা, আহত ৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যাল...

ঝালকাঠিতে শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি

দক্ষিনের জেলা ঝালকাঠিতে শোকে স্তব্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হ...

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন গণমানুষের মনিকোঠায় : বাংলাদেশ ন্যাপ

‘জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী শরীফ ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও...

কুষ্টিয়ায় হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্...

কাজী নজরুল ইসলামের সমাধির পাশে বিপ্লবী হাদির দাফন সম্পন্ন

ওসমান হাদির দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা