আন্তর্জাতিক

প্যান্ট-স্যুট পরে বিয়ের কনের প্রথা ভাঙার গল্প

বিনোদন ডেস্ক: সাধারণত বিয়ের সময় ভারতীয় কনেরা লাল শাড়ী অথবা লেহেঙ্গা পরাটাকে ঐতিহ্যের একটা অংশ বলে মেনে আসছে। সেসব শাড়ি অথবা লেহেঙ্গায় থাকে হাতে কাজ করা নানান নকশা। থাকে আভিজাত্য এবং ভিন্নতা আনার নানা প্রতিযোগিতা। কিন্তু সম্প্রতি সানজানা রিশি নামের ২৯ বছরের এক কনে বিয়ের অনুষ্ঠানে সব প্রথা ভেঙে প্যান্ট-স্যুট পরে সবাইকে অবাক করে দিলেন।

সানজানা পেশায় একজন ইন্ডিয়ান-আমেরিকান উদ্যোক্তা। গত ২০ সেপ্টেম্বর ধ্রুব মহাজন নামে ৩৩ বছর বয়সী দিল্লির এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। বিয়েতে তার সাজসজ্জা ছিল একটি পাউডার-ব্লু রঙের পান্ট-স্যুট, সাথে স্বচ্ছ সাদা রঙের ওড়না এবং সাধারণ জুয়েলারি।

রিশি গত বছর তার বিয়ের জন্য ভারতে আসেন। প্রথমে তার যুক্তরাষ্ট্রে বিয়ে করার পরিকল্পনা ছিল, দ্বিতীয়ত ভারতে ট্র্যাডিশনাল বিয়ে করারও পরিকল্পনা ছিল। কিন্তু মহামারি করোনা তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। বিয়ের জন্য মনস্থির করে ফেলার সঙ্গে সঙ্গেই সানজানা ঠিক করে ফেলেছিলেন বিয়েতে তিনি কোন পোশাক পরবেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি ঠিক করেছিলাম আমি প্যান্ট-স্যুট পরব। আমার প্যান্ট-স্যুট ঠিক কেমন হবে আমি সেটাও তখনই জানতাম।'

পোশাকের বিষয়ে সানজানা বলেন, 'আমি যে পোশাকটি পরেছি সেটি নব্বইয়ের দশকে একজন ইতালীয় ডিজাইনারের বানানো পোশাক। বিয়ের জন্য মনস্থির করার পর যখন আমি খোঁজ নিয়ে জানতে পারি সেই পোশাকটি এখনও পাওয়া যাচ্ছে, আমি একই সঙ্গে খুব অবাক ও আনন্দিত হয়েছিলাম।'

সানজানা জানান, যখন তিনি আমেরিকায় আইনজীবী হিসেবে কাজ করতেন তখন তিনি সব সময় প্যান্ট-স্যুট পরতেন। কারণ, এই পোশাকটি তার কাছে 'নারী শক্তির কথা বলে' বলে মনে হয়। তাছাড়া, 'আধুনিক শক্তিশালী যে সব নারীকে' তিনি অনুসরণ করেন তারাও সবাই এই পোশাকই পরেন।

তিনি বলেন, 'আমার সবসময়ে মনে হয় মেয়েরা প্যান্ট-স্যুট পরলে তার মধ্যে শক্তির প্রকাশ পায়। আমার সেটা খুবই পছন্দের এবং আমি সবসময় প্যান্ট-স্যুট পরি।'

করোনাভাইরাস মহামারীর কারণে সানজানা-ধ্রুবর বিয়ের অনুষ্ঠান খুবই ঘরোয়াভাবে হয়েছে। সেখানে বর-কনে ও পুরোহিতসহ মাত্র ১১ জন উপস্থিত ছিলেন।

সানজানার বর ধ্রুব মহাজন বলেন, বিয়ের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না তার হবু স্ত্রী বিয়েতে কী পরতে যাচ্ছেন। তিনি বলেন, 'তাকে এতই দারুণ লাগছিল, আমি প্রথমে খেয়ালই করিনি সে প্যান্ট-স্যুট পরেছে।'

সানজানা তার বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তার বন্ধুবান্ধব ও তার অ্যাকাউন্টের অনুসারীরা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অনেক ফ্যাশন ডিজাইনারও তার পছন্দের তারিফ করেছেন। কিন্তু সবার এই পোশাক পছন্দ হয়নি। তাই সানজানার বিয়ের পোশাক নিয়ে সমালোচনা এমনকি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনেস্তা করাও শুরু হয়ে যায়।

যারা তার সমালোচনা করেছেন তারা অনেকেই লিখেছেন, তিনি ভারতীয় সংস্কৃতির উপর কালি লেপন করেছেন। কেউ কেউ তার স্বামীকে সাবধান করে অপমানজনক ট্রলও করেছেন। কেউ কেউ তাকে 'আত্মহত্যার' পরামর্শও দিয়েছেন বলে জানান সানজানা। তিনি বলেন, কেন তার পোশাক নিয়ে এত সমালোচনা হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না।

সানজানা আরও বলেন, 'ভারতীয় ছেলেরা তো হরহামেশাই বিয়েতে প্যান্ট-স্যুট পরেন। কই তখন তো কেউ প্রশ্ন করেন না। কিন্তু যখন একজন নারী ওই পোশাক পরেন তখন সবার সমালোচনা শুরু হয়ে যায়। আমার মনে হয় এর কারণ সম্ভবত মেয়েদের উপরই সবসময় মান-প্রথা ধরে রাখার দায় চাপিয়ে দেওয়া হয়।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা নামে ৬ বছর বয়সী এক শ...

যশোর-৬ বিএনপির প্রার্থী তালিকায় তারুণ্যের চমক রওনকুল ইসলাম শ্রাবণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে যেসব প্রার্থীর নাম ঘোষণা করেছে,...

মৌসুমের শুরুতেই মাছের জোয়ার, দুবলারচরে উৎসবমুখর শুঁটকি পল্লী

সুন্দরবনের উপকূলে বঙ্গোপসাগরের তীরে দুবলারচরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। মৌসুমে...

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার পরিমিত ও বিশ্বাসভরা মনোভাব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা...

প্রাথমিকে শারীরিক শিক্ষা শিক্ষকদের নিয়োগ বাতিলের প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে শিক্ষক নিয়োগের পদ বাতিল...

মাদারীপুর-১ আসনে মনোনয়ন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত রাখ...

জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার

ইসলামী বক্তা, ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দ...

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন 

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণ...

কম খরচে বেশি লাভ, মাদারীপুরে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

একসময় মাদারীপুর জেলায় ব্যাপক পরিমাণে আখ চাষ হলেও দীর্ঘমেয়াদি ফসল হওয়ায় কৃষকরা...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সড়কে দুর্ঘটনা, আহত এক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ সড়কে শাটলকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা