আন্তর্জাতিক

দেশ থেকে দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা

সান নিউজ ডেস্ক:
দেশ থেকে দেশে ছড়াচ্ছে প্রানঘাতি করোনা ভাইরাস বা কভিড-১৯। চীন ছাড়াও এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য অঞ্চলসহ ৩০ টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন । এছাড়াও আক্রান্ত হয়েছেন প্রায় ১২শ জন।
গত কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া, ইতালি এবং ইরানে দ্রুতগতিতে ছড়িয়েছে এই ভাইরাসের। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের বাইরে এখন পর্যন্ত মোট ১২০০ জনেরও বেশি আক্রান্ত হয়েছে করোনাতে। আশঙ্কা করা হচ্ছে, দ্রুতই হয়তো বিশ্বের সব প্রান্তে এর ধ্বংসাত্মক ও করুণ পরিণতি দেখা যাবে।

ইরানের পর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। আশঙ্কা করা হচ্ছে চীনের পর মধ্যপ্রাচ্যেই সবথেকে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে করোনা ভাইরাস। ইরানের অবস্থা এরই মধ্যে ভয়াবহ হয়ে উঠেছে। ইরানে উদ্বেগজনকভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইরানের পার্লামেন্টে কোম নগরীর একজন এমপি বলেছেন, ওই শহরে করোনায় মারা গেছেন ৮০ জন। তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ দাবি প্রত্যাখ্যান করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও জানানো হচ্ছে এখন পর্যন্ত ১২ জন মারা গেছে দেশটিতে। সর্বশেষ কুয়েত ও বাহরাইনে করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এরমধ্যে কুয়েতে আক্রান্ত হয়েছেন তিনজন আর বাহরাইনে আক্রান্ত হয়েছেন একজন। তবে ইতিমধ্যে দেশ দুটিতে আরো সংক্রমণ ছড়িয়ে পড়েছে এমন আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া, দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানেও করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে দেশটিতে কতজন আক্রান্ত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ কোরিয়া বলছে, করোনা ভাইরাসে সেখানে নতুন করে আরও ৬০ জন আক্রান্ত হয়েছেন। যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জনে।

দক্ষিণ কোরিয়া বলছে, করোনা ভাইরাসে সেখানে নতুন করে আরও ৬০ জন আক্রান্ত হয়েছেন। যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জনে।

এদিকে ইরান, কুয়েত, বাহরাইনে করোনা সংক্রমণের ফলে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক, পাকিস্তান ও আর্মেনিয়া। আর চীন বিপ্লবের পর এবারই প্রথমবারের মতো চীনে পার্লামেন্টের বার্ষিক অধিবেশন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এই অধিবেশন বসার কথা মার্চে।

সারা বিশ্বে ভয়াবহ আকারে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৬৩ জনে । আর আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৫৮ জন। এছাড়া এ ভাইরাসে নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৫০৮ জন। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, এর প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনে আরও ৭১ জনের মারা গেছেন। এরমধ্যে উহান শহরেই ৬৮ জনের মৃত্যু হয়।

এ অবস্থায় প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও । সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখনও মহামারী আকারে ছড়িয়ে পড়েনি তবে দেশগুলোকে এটি প্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ্রর সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানা যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের ন...

গজারিয়াতে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়...

টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে  ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেসে ব...

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

টি–টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে ১৮২ রানের...

বছর ঘুরলেই বাড়ে ভাড়া: রাজধানীর ভাড়াটিয়াদের আয় ছিন্নমূলের পথে

ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ন্ত্রণের অভাব ও দ্রুত জনসংখ...

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ

টি–টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে ১৮২ রানের...

গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, গ্রেপ্তার প্রেসিডেন্ট 

পূর্ব আফ্রিকার গিনি বিসাউয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট উ...

ঢাকায় এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণে নির্দেশিকা আনছে ডিএনসিসি

ঢাকা শহরে কোন এলাকায় বাড়িভাড়া কেমন হওয়া উচিত এবং ক...

কুষ্টিয়ায় সেতু নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে জামায়াতের মানববন্ধন

কুষ্টিয়ার মিরপুর বাজারের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা–কপোতাক্ষ (জিকে) সেচ...

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা