আন্তর্জাতিক

হাসপাতালের বাইরে প্রার্থনায় মগ্ন ট্রাম্প সমর্থকরা

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করেছেন তার সমর্থকরা। হাতপাতালের বাইরে বহু ট্রাম্প সমর্থকদেরকে প্রার্থনারত অবথায় দেখা গেছে। সম্প্রতি স্ত্রী মেলানিয়া-সহ করোনায় আক্রান্ত হয়েছেন এই প্রেসিডেন্ট। বর্তমানে মেরিল্যান্ডের বেথেসডার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে, ট্রাম্প যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই শুভ কামনা জানিয়ে স্থানীয় সময় শনিবার (৩ অক্টোবর) ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের বাইরে ভিড় করেন তার সমর্থকরা।

সে সময় সমর্থকদের হাতে ফুল এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে ট্রাম্প সমর্থকরা সমাবেশ করেছেন। তারা প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) সকালে ট্রাম্পের করোনা পজিটিভের খবর প্রকাশ হয়। সেদিন সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত সতর্কতা থেকেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ট্রাম্প এবং মেলানিয়া ছাড়াও হোয়াইট হাউসের আরও বেশ কয়েকজন কর্মকর্তার করোনায় আক্রান্তের খবর সামনে এসেছে। সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্পের প্রায় ডজনখানেক ঘনিষ্ঠ মিত্র করোনায় আক্রান্ত হওয়ায় তার প্রশাসন বেশ খানিকটা বেকায়দায় পড়ে গেছে।

হোয়াইট হাউসের উপদেষ্টা ও ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত হোপ হিকস করোনায় সংক্রমিত হওয়ার একদিন পর গত ১ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ট্রাম্পের আশপাশের মানুষজনের মধ্যে করোনা শনাক্তের পর সংখ্যা ক্রমশ বাড়ছে।

অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনও নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। বরং সেখান থেকেই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসক শন কনলি শনিবার শুরুর দিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চিকিৎসা গ্রহণের পর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতাল থেকে সম্প্রতি একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন ট্রাম্প।

ওই ভিডিও বার্তায় ট্রাম্পকে বলতে শোনা গেছে যে, এখন অনেকটাই ভালো আছেন তিনি। যেখানে বসে ওই ভিডিও বার্তা ধারণ করা হয়েছে ওই একই ডেস্ক থেকে হোয়াইট হাউস নতুন কিছু ছবি প্রকাশ করেছে।

এসব ছবিতে দেখা গেছে ট্রাম্পের হাতে এবং টেবিলের ওপর বেশ কিছু ফাইলপত্র রাখা আছে। তিনি মনোযোগ দিয়ে সেগুলো দেখছেন। ট্রাম্প কেমন আছেন তা নিয়ে তার সমর্থক এবং বিশ্বের মানুষের মধ্যে শুরু থেকেই উৎকণ্ঠা দেখা দিয়েছে। কিন্তু হোয়াইট হাউসের এসব ছবির কারণে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

শনিবার রাতে ট্রাম্প এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘এখানে যখন এসেছিলাম তখন ভালো বোধ করছিলাম না। কিন্তু এখন আমার অবস্থা বেশ ভালো। সামনের দিনগুলোই হবে আসল পরীক্ষা, আমি আগামী দুইদিনে কী হয় সেটা দেখার অপেক্ষায় আছি।’ তিনি তার নির্বাচনী প্রচারণায় ফিরতে চাইছেন বলেও জানিয়েছেন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা