আন্তর্জাতিক ডেস্ক: ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মির রাজ্য।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪.১৯ মি. এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ভূতত্ত্ব সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)।
আরও পড়ুন: উগান্ডায় ভূমিধস, নিহত বেড়ে ৫০
রাজ্যের সকল এলাকায় এই ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে। তবে অনেক এলাকায় লোকজনকে আতঙ্কে ছোটাছুটি করতেও দেখা গেছে। কিন্তু এখন পর্যন্ত জম্মু-কাশ্মিরের কোনো এলাকা থেকে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সংবাদ আসেনি।
এনসিএস জানায়, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ২০৯ কি.মি গভীরে ছিলো এই ভূকম্পের উৎপত্তিস্থল।
সান নিউজ/এমএইচ