জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আজিজুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কচুয়ায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আজিজুল ইসলামের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়বিশাকুল গ্রামে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মশারী ও কয়েল বিতরণ
তিনি বলেন, গক ২৩ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন রামেক হাসপাতালে পাঠানো হয়। এখানে আসার পর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে সেখানে মারা যান। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে রামেক হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
সান নিউজ/এএ