স্বাস্থ্য

টিকা উৎপাদনে চীনের সাথে চুক্তি সই

কূটনৈতিক প্রতিবেদক: দেশেই করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্ম, বাংলাদেশের কনসেপ্টা ও বাংলাদেশ সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) ঢাকায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ-চীনের অসাধারণ বন্ধুত্বের জন্যে একটি ঐতিহাসিক দিন। নিরবিচ্ছিন্ন টিকা উৎপাদনে চীনের সহায়তা উল্লেখ করার মত। এখন, দেশে আর কোন ভ্যাকসিনের সংকট হবে না। স্থানীয় উৎপাদনে অপকৃত হবে দেশ। ইমারজেন্সি ভ্যাকসিন স্টারেজ ফ্যাসিলিটিজ উদ্যেগের সাথে আছে বাংলাদেশ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনে যেতে পারছে। এ পর্যন্ত ৩ কোটি ১০ লাখ ভ্যাকসিন বাংলাদেশে এসেছে। তারমধ্যে ২ কোটি ডোজ দেয়া হয়েছে। এক কোটি এখনও হাতে আছে।

৮০ ভাগ মানুষকে টিকা দিতে ২৬ কোটি ভ্যাকসিন প্রয়োজন বলে জানান তিনি।

চীন থেকে সিনোফার্ম এর ভ্যাকসিন বিপুল পরিমাণ বাল্কে দেশে এনে বোতলজাত, মোড়ক লাগানোসহ ফিল ফিনিশং করা হবে। ইনসেপ্টার সকল ভ্যাকসিন বাংলাদেশ সরকার পুরোটাই কিনে নেবে। উৎপাদন বেশি হলে, ভ্যাকসিনেশন বাড়ানো যাবে। দেশের চাহিদার পূরণ হলে, প্রতিবেশী দেশেও রপ্তানি করা সম্ভব হবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, উৎপাদনে কিছুটা সময় লাগবে। প্রযুক্তিগত সহায়তা পেলে, বিদ্যমান সক্ষমতায় আরও বেশি ভ্যাকসিন উৎপাদন সম্ভব হতো।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেন, মানুষের ক্রয়সীমার মধ্যে ভ্যাকসিন আসুক এটা বিশ্বাস করে চীন সরকার। চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু বলেই বড় আকারের এই বাণিজ্যিক সহ-উৎপাদনে যাচ্ছে। বাংলাদেশের উৎপাদনে সক্ষমতা আছে।

চীনের ভ্যাকসিন মানবতার কল্যাণে সহযোগিতা করে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ভ্যাকসিন প্রযুক্তি নিয়ে কারোরই রাজনীতি করা উচিত নয়। ৭০টি দেশে এ ধরনের উৎপাদনে আছে, চীনের ভ্যাকসিন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, বড় আকারের বাল্ক পরিমাণে এনে লেভেলিং ও বোতলজাত করতে এই উদ্যোগ নিরবিচ্ছন্ন ভ্যাকসিন সরবরাহের নিশ্চয়তা পাওয়া যাবে। এতে খরচও কম পড়বে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি পাবে এ বিষয়ে আশাবাদী
চীনা সিনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশনের প্রধান প্রকৌশলী ফু ইয়াং বলেন, সবার জন্যে ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিত করতে সহ-উৎপাদনের এই উদ্যোগে নতুন মাত্রা পাবে। বাংলাদেশের সাথে গভীর বন্ধুত্বের অংশ হিসেবে ভবিষ্যতেও করোনা মহামারী মোকাবিলায় নিবিড়ভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন, ফু ইয়াং।

তিন বিলিয়ন ডোজ সিনোফার্ম ভ্যাকসিন সহ-উৎপাদনে সকল উপাদানের সহযোগিতা করবে চীন। বৈশ্বিক জনগণের জন্য বিশ্বের ৮৭টি দেশে এই ভ্যাকসিন সরবরাহ করছে চীন। বাণিজ্যিক উৎপাদন হওয়া, বাংলাদেশ সহজেই কম খরচে এই ভ্যাকসিন কিনতে পারবে।

কনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুত্তাদির বলেছেন, এই দুর্যোগে স্থানীয় উৎপাদনের সুযোগে মানুষের ভ্যাকসিন প্রাপ্তির সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, ঔষধ উৎপাদনকারী দেশ হিসেবে এটা বড় অগ্রগতি। দেশিয় চাহিদার পূরণ করে প্রতিবেশী দেশগুলোতেও রপ্তানি করতে পারবে। ৪ দশমিক ২ মিলিয়ন ডোজ প্রতিমাসে উৎপাদন করার সক্ষমতা সৃষ্টি হবে।
সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক, মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্...

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি...

দুর্ব্যবহারের কারণে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা