স্বাস্থ্য

দেশে শনিবার থেকে শুরু হচ্ছে করোনার এ্যান্টিজেন পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : দেশের ১০টি জেলার সদর হাসপাতালে শনিবার (৫ ডিসেম্বর) থেকে প্রথম করোনা এ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে। সন্দেহভাজন করোনা রোগী, যাদের উপসর্গ রয়েছে, শুধু তাদেরই এ্যান্টিজেন পরীক্ষা করা হবে। এ্যান্টিজেন পরীক্ষার জন্য এখনও কোনও ফি নির্ধারণ করেনি সরকার। কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি এ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব। এই পরীক্ষা মাত্র ১৫ থেকে ৩০ মিনিটে করা যায়।

শনিবার (৫ ডিসেম্বর)থেকে করোনার এ্যান্টিজেন পরীক্ষা শুরু করার তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি গণমাধ্যমকে জানান, শুরুতে যে ১০টি জেলায় শনিবার এ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে সেগুলো হচ্ছে- গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, মাদারীপুর ও সিলেট।

অধ্যাপক ফ্লোরা বলেন, এ্যান্টিজেন পরীক্ষার জন্য মানসম্মত কিট আনা হয়েছে এবং পরিক্ষার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া শেষ হয়েছে। পর্যায়ক্রমে সব জেলায় এ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে। উপসর্গহীন সন্দেহভাজন রোগীদের এ্যান্টিজেন পরীক্ষা করা হবে না। সরকার গঠিত নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালা কমিটির প্রধান ও চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, কমিটি এন্টিবডি ও এ্যান্টিজেন পরীক্ষা চালুর জোরালো সুপারিশ করেছিল।

শুধু এ্যান্টিজেন পরিক্ষা নয়, একসঙ্গে এন্টিবডি ও এ্যান্টিজেন পরীক্ষা চালু করা প্রয়োজন ছিল। শুধু ১০ জেলা নয়, এই টেস্ট দ্রুত সারা দেশে চালু করতে হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আরটিপিসিআর টেস্ট যেখানে আছে এ্যান্টিজেন টেস্টও সেখানে থাকতে হবে। সুনির্দিষ্ট নীতিমালায় এই পরীক্ষা বেসরকারিতেও থাকা দরকার বলে তিনি মত দেন।

দেশে করোনা শনাক্তের পরীক্ষা কম হওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা হচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, দ্রুত ও সহজে ফল জানার এ্যান্টিজেন টেস্ট চালু হলে পরীক্ষার সংখ্যা বাড়বে। এটি করোনা রোগী শনাক্ত, মহামারিতে নেয়া পরিকল্পনাসহ নানা নীতি-নির্ধারণেও সাহায্য করবে। সরকারের করোনা ভাইরাস পরীক্ষা নীতিমালায় বলা হয়েছে, এ্যান্টিজেন পরীক্ষা করতে বিশেষায়িত কোনও ল্যাবরেটরির প্রয়োজন হয় না।

তবে এ্যান্টিজেন পরীক্ষার নির্দিষ্টতা প্রায় শতভাগ হলেও সংবেদনশীলতা কম। ফলে করোনায় সংক্রমিত ব্যক্তির নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়ার শঙ্কা রয়েছে। তাই এ্যান্টিজেন পরীক্ষায় নেগেটিভ এলে পিসিআর বা জিন এক্সপার্ট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। আর এ্যান্টিজেন পরীক্ষায় পজেটিভ হলে সে ব্যক্তিকে নিশ্চিত পজেটিভ হিসেবে গণ্য করা হবে।

৬ মাস আগে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনা শনাক্তে এতদিন ধরে চলা রিভার্স ট্রান্সক্রিপটেজ পলিমারেজ রি-এ্যাকশন (আরটিপিসিআর) পরীক্ষার পাশাপাশি এ্যান্টিজেন পরীক্ষা চালু এবং এন্টিবডি পরীক্ষা চালুরও সুপারিশ করেন। স্বাস্থ্য অধিদফতরের করোনার র‌্যাপিড টেস্ট বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে গত ৯ই জুলাই মন্ত্রণালয়ে পাঠায়।

নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালার ওপর মতামত দেয়ার জন্য মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ কমিটি করে। একাধিক সভার পর কমিটি ২৩শে আগস্ট তাদের সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেয়। কমিটি দ্রুততম সময়ের মধ্যে দেশে এন্টিবডি ও এ্যান্টিজেন পরীক্ষা চালুর জোর সুপারিশ করে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, এ্যান্টিজেন পরীক্ষার জন্য কোন কিটটি সবচেয়ে ভালো বা কার্যকর, সেটি নিশ্চিত না হওয়ায় এ্যান্টিজেন পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিও এইচও) অনুমোদিত দুটি কিটের কার্যকারিতা পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে দেশে করোনার এ্যান্টিজেন ও এন্টিবডি পরীক্ষা একসঙ্গে চালু করা উচিত ছিল বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্য...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

খাতিরের ঠিকাদারকে কাজ দিতে ডিএনসিসির দরপত্রে ‘কারসাজি’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বাতি স্থাপনের কাজ ‘খাতিরের’...

চিকিৎসক নেতা নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বা...

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বি...

রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেপ্তার, ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেপ্তার ক...

প্রধান উপদেষ্টা নিজে ক্লিয়ার করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: রিজওয়ানা

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা...

জুলাই সনদে ‘ধর্মনিরপেক্ষতার’ অবস্থান অস্পষ্ট: ডেভিড বার্গম্যান

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা