ফিচার

ডিসি সুলতানার জবাবে সাংবাদিক আরিফের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি:

গত ১৩ মার্চ দিনগত মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে ধরে নিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। মধ্যরাতে ডিসি অফিসের দুই-তিন জন ম্যাজিস্ট্রেট ১৫-১৬ জন আনসার সদস্যকে নিয়ে দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করেন। তবে তারা কোনও তল্লাশি অভিযান চালাননি। পরে ডিসি অফিসে নেওয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

গত ১৪ মার্চ মধ্যরাতে নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে ঢুকে তাকে ধরে নিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনা ‘জানতেন না’ এবং তিনি ‘সেই সময় ঘুমিয়ে ছিলেন’ বলে দাবি করেন তৎকালীন ডিসি সুলতানা পারভীন। তবে বিভাগীয় মামলার অভিযোগের জবাবে তার দাখিল করা এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আরিফুল ইসলাম রিগ্যান।

‘সেদিন রাতে যা ঘটেছে, পুরো ঘটনাটি তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনের প্রত্যক্ষ নির্দেশনায় ঘটেছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক করে তার অধস্তন বাহিনী পাঠিয়ে দিয়ে নিজে ঘুমিয়ে থাকার দাবি করাটা স্বাভাবিক হলেও হাস্যকর। তিনি এখন অন্যদের ওপর দায় চাপিয়ে নির্দোষ সাজার নাটক করছেন।’ জনপ্রশাসন মন্ত্রণালয়কে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের দেওয়া জবাবের বিষয়ে জানতে চাইলে এমনটাই জানান আরিফুল ইসলাম রিগ্যান।

এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় হলে রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিভাগীয় মামলা করা হয়। সেই মামলায় আনা অভিযোগের জবাব দিয়েছেন সুলতানা পারভীন।

গত ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করা ওই প্রতিবেদনে কুড়িগ্রামের তৎকালীল ডিসি সুলতানা পারভীন জানিয়েছেন, ঘটনার দিন মধ্যরাতে সাংবাদিক আটক ও মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন ঘুমিয়ে ছিলেন। মোবাইল ফোনে আসা ‘মিসড’ কল নম্বরে পরের দিন সকালে ফোন দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবের কাছ থেকে প্রথম ঘটনা শুনেছেন। বিভাগীয় মামলায় দায়ের করা অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অনুমান-নির্ভর বলে এই মামলা থেকে তিনি অব্যাহতি চেয়েছেন।

অপরদিকে অভিযানে অংশ নেওয়া অপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিন্টু বিকাশ চাকমা গত ১৮ জুন তার বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে ক্ষমা চেয়েছেন। সংঘটিত ঘটনায় তিনি ‘মর্মাহত ও অনুতপ্ত’ বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নবীন কর্মকর্তা হিসেবে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। চাপে পড়ে সাজা পরোয়ানায় স্বাক্ষর করা থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি। ১৪ মার্চ রাতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে রিন্টু বিকাশ আগে থেকেই অবগত ছিলেন, আগের দিনই তাকে আরডিসি নাজিম উদ্দিন এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার কথা বলেছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে আরিফ বলেন, “১৪ মার্চ রাতে আমাকে এনকাউন্টার করার উদ্দেশ্যে ধরলা সেতুর পূর্ব পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে গাড়ি থামালে নাজিম উদ্দিন তার সঙ্গে থাকা এনডিসি রাহাতুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ‘এই এনডিসি, ডিসি স্যারকে ফোন দাও, না হলে হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে ম্যাসেজ দাও। কী করবো জিজ্ঞাসা করো’। তখন ডিসি সুলতানা পারভীনকে ফোন দেন এনডিসি। তারা অপর প্রান্ত থেকে নির্দেশনা পেয়ে আমাকে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে অমানুষিক নির্যাতন করেন এবং বলেন ‘তোর এত বড় সাহস, তুই ডিসির বিরুদ্ধে লিখিস!’

আরিফ আরও বলেন, ‘এ থেকেই প্রমাণিত, ওই রাতে ডিসি ঘুমিয়ে ছিলেন না। পুরো ঘটনা তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীনের প্রত্যক্ষ নির্দেশনায় ঘটেছে। এখন তিনি তার তৎকালীন অধস্তনদের ওপর দায় চাপিয়ে নিজেকে বাঁচানোর কূটকৌশল হিসেবে বিভাগীয় মামলার অভিযোগের জবাবে অসত্য কথা বলছেন।’

আরিফুল ইসলাম রিগ্যান বলেন, ’আমি কারাগার থেকে বের হওয়ার পর আমার সঙ্গে সুলতানা পারভীনের কথোপকথনের যে অডিও প্রকাশ হয়েছে তাতেও বোঝা যায় এ ঘটনায় তার সক্রিয় সংশ্লিষ্টতা রয়েছে। তা না হলে তিনি আমাকে মিডিয়া থেকে দূরে সরে থাকতে বলতেন না এবং নিজে অনুতপ্ত জানিয়ে সংঘটিত ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করতেন না।’

তিনি বলেন, ‘ঘটনার দিন মধ্যরাতে ঘরের দরজা ভেঙে আরডিসি নাজিম উদ্দিন প্রথমেই আঘাত করে বলেন, ‘তুই খুব জ্বালাচ্ছিস, ডিসির বিরুদ্ধে নিউজ করিস! তুই খুব বড় সাংবাদিক হয়েছিস, তোকে আজ সাংবাদিকতা শেখাবো’। আরডিসির এই বক্তব্য থেকেও বোঝা যায়, যে শুধু ডিসি সুলতানা পারভীনের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার স্প্রিহা থেকে নির্দেশিত হয়ে তারা মধ্যরাতে আমাকে হত্যার উদ্দেশ্যে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেন।’

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাবেক এ ডিসি জানান, ঘটনার দিন সকাল থেকে তিনি রৌমারী উপজেলায় জেলা লিগ্যাল এইড কমিটির সভায় ব্যস্ত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগের কর্মকর্তা, ভারপ্রাপ্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ওই সভায় অংশ নেওয়ার জন্য তিনি ভোর ৫টায় রওনা হন। সভা শেষে ফিরে আসেন রাত সাড়ে ৯টায়। ক্লান্ত ও পরিশ্রান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। পরদিন ঘুম থেকে উঠে মোবাইল ফোনে দেখতে পান মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিবের এবং ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের ‘মিসড’ কল। কল ব্যাক করে তিনি এ ঘটনা অবগত হন। মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে এ বিষয়ে তার কোনও কথা হয়নি। এই অবস্থায় মোবাইল কোর্ট পরিচালিত হওয়ায় ক্ষমতার অপব্যবহার বা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায় কোনোভাবেই তার ওপর বর্তায় না বলে জবাবে লিখেছেন ডিসি সুলতানা।

সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগের কোনও ভিত্তি নেই বলে তিনি নির্দোষ দাবি করে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনও শাস্তির আইনগত কোনও ভিত্তি নেই বলেও দাবি করেছেন সুলতানা পারভীন। বিভাগীয় পর্যায়ে পরপর দুই বছর তিনি শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। ১৯ বছরের সরকারি চাকরি জীবনের পুরোটাই মাঠে কাজ করেছেন। অথচ একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট সংক্রান্ত ‘বিচ্ছিন্ন একটি ঘটনাকে’ কেন্দ্র করে ‘দুঃখজনকভাবে বিরূপ পরিস্থিতির মুখোমুখি’ হতে হয়েছে জানিয়েছেন সুলতানা পারভীন।

এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। সময় সাপেক্ষ বিষয়। তাদের লিখিত জবাব পেয়েছি মাত্র। পরবর্তীতে তাদের ব্যাক্তিগত শুনানির জন্য ডাকা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাস চাপায় চুয়েট...

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্...

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে তিন...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা