ফিচার

পাওনা নিয়ে অনিশ্চয়তায় পাটকল শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা করেছে সরকার। এ কারণে পাওনা নিয়ে দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পাটকল শ্রমিকরা। কবে নাগাদ পাওনা হাতে পাবেন তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে তাদের।

শ্রমিকদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে পাওনা পরিশোধ করবে সরকার। কিন্তু সরকারের পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি পেয়েও ভরসা করতে পারছেন না তারা।

পাটকল শ্রমিকরা বলছেন, ‘বছরের পর বছর ধরে আমরা মজুরি পাইনি। পাওনা নিয়ে এর আগেও এমন হাজারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তা পরিশোধ হয়নি। পাটকল শ্রমিকরা তাদের ন্যায্য হাতে পায়নি।’

২০১৪ সালে অবসরে যাওয়া ৮ হাজার ৯৫৪ জনের পাওনা টাকাও বকেয়া রয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। মূলত এ কারণেই যত দুশ্চিন্তা তাদের। একাধিক পাটকল শ্রমিকের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিকরা বলছেন, ‘১ যুগেরও বেশি সময় ধরে কাজ করে এসে এখন বেকার হয়ে গেলাম। পাওনাটা একসঙ্গে পেলে তো পরিবার-পরিজন নিয়ে খেয়ে বাঁচতে পারতাম। এই পাওনা কবে পাবো জানি না। একদিকে মিল বন্ধ, অন্যদিকে করোনাভাইরাস মহামারি; এ অবস্থায় অন্য কোথাও যে কাজ পাবো তারও কোনও সুযোগ নাই।’

গত রোববার (৫ জুলাই) রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ ঘোষণার পর সিদ্ধান্ত নেওয়া হয়– ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসর দেওয়া হবে। তাদের জন্য থাকবে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি। ১৫ দিনের শ্রমিকদের পাওনা নির্ধারণে একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। কমিটি এসব পাওনা পরিশোধের একটি রূপরেখা তৈরি করে সরকারকে দেবে। সরকার সেই রূপরেখা অনুযায়ী পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ করবে।

পাঁচ সদস্যের এই কমিটিতে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে সভাপতি এবং সিনিয়র সহকারী সচিব নুরউদ্দিন আল ফারুককে সদস্য সচিব করা হয়েছে। অন্য তিন সদস্য হলেন অর্থ বিভাগের যুগ্মসচিব মো. ওয়ালিদ হোসেন, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া এবং অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. সাইদুর রহমান সরকার।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছিলেন, মজুরি কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের জুন মাসের মজুরি এ সপ্তাহে তাদের ব্যাংক হিসাবে জমা পড়বে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গত ৫ জুলাই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন আলিম জুট মিল বাদে অন্যান্য পাটকল শ্রমিকদের জাতীয় মজুরি স্কেল ২০১৫ অনুযায়ী জুন মাসের চার সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের জন্য ৫৮ কোটি টাকা বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। বরাদ্দকৃত অর্থ শ্রমিকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এতকিছুর পরেও সরকার বা বিজেএমসি’র ওপর পাটকল শ্রমিকদের আস্থা ফিরছে না। তারা বলছেন, ‘শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা দিতে সবেমাত্র কমিটি গঠন হলো। কবে নাগাদ কমিটি তাদের সুপারিশ দেবে, কবে নাগাদ সেই সুপারিশ বাস্তবায়ন শুরু হবে আর কবে নাগাদ এসব সুবিধা আমরা পেতে শুরু করবো, এসব দুশ্চিন্তায় সবার মাথায় হাত।’

শ্রমিকদের মন্তব্য, ‘পাটকল শ্রমিকদের পুরো পাওনা পরিশোধে লাগবে প্রায় ৫ হাজার কোটি টাকা। সেখানে ছাড় করা হলো মাত্র ৫৮ কোটি টাকা। এভাবে ছাড় করলে কয়েক বছরেও তো আমরা পুরো পাওনা হাতে আসবে না।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানিয়েছেন, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিতে পাঁচ হাজার কোটি টাকা ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা এখন যে অবস্থায় আছেন তার চাইতে বেশি ভালো থাকবেন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বিজেএমসির চেয়ারম্যান মো. আব্দুর রউফ জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব তাদের। তারা সেই দায়িত্ব পালন করবেন। তিনি আশ্বাস দিয়েছেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় করা মাত্র আমরা পাটকল শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো।’

পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মন্তব্য, ‘সরকার পাটকল শ্রমিকদের ছাঁটাই করেনি, তাদের অবসরে পাঠানো হয়েছে মাত্র। তার দাবি, সরকার পাটকলগুলো চিরতরে বন্ধ করেনি, আধুনিকায়ন ও দক্ষ ব্যবস্থাপনার স্বার্থে উৎপাদন সাময়িক বন্ধ রেখেছে। পিপিপি’র আওতায় মিলগুলো আরও ভালোভাবে চলবে। সেখানে বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ পাবেন। আর তাদের পাওনা পুরোটাই বুঝিয়ে দেওয়া হবে, এ নিয়ে উৎকণ্ঠার কিছু নেই।’

গত ২৮ জুন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, পরবর্তী সময়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় চলবে বন্ধ হওয়া পাটকলগুলো।

বিজেএমসি সূত্র জানিয়েছে, শ্রমিক মজুরি, কাঁচাপাট, যন্ত্রাংশ মেরামত, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খাত মিলিয়ে প্রতি মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদনে ব্যয় হয় প্রায় এক লাখ টাকা। কিন্তু বাজারে তা বিক্রি করা যায় ৭০ হাজার টাকায়। এ কারণে প্রতি মেট্রিক টনে সরকারকে লোকসান গুনতে হয় ৩০ হাজার টাকা। পাট মন্ত্রণালয়ের সচিব জানান, গত ৪৮ বছরে সরকারকে পাট খাতে ১০ হাজার ৬৭৪ কোটি টাকা লোকসান দিতে হয়েছে।

সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হলেও এসব মিল কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাবে সরকারি সুযোগ-সুবিধা। এছাড়া এসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ বা এমপিওভুক্ত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে। খুলনা অঞ্চলের পাটকলের আওতায় থাকা ২টি প্রাথমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়সহ ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসছে।

এদিকে পাটকল বন্ধের সিদ্ধান্তকে নেতিবাচকভাবে দেখছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জেএসডি, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও ট্রেড ইউনিয়ন সংঘ এর প্রতিবাদ জানিয়েছে। মিল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনা ও যশোরের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের ফটকে সন্তানদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদক, হত্যা, অস্ত্রসহ ২১ মামলার আসামি বাবুর শাস্তির দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জে মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ ২১ মামলার আসামি আলোচিত বাবু মিজি...

বিএনপি–জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

কীভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত—এমন মন্তব্য করে জ...

হজযাত্রীদের প্লেনের টিকিটে শুল্ক মওকুফ করেছে সরকার

আগামী বছর হজে যাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য বিমান টিকিটে আর আবগারি শুল্ক দিত...

মুন্সীগঞ্জ-৩: প্রার্থিতা বাতিল চেয়ে বিএনপির অঙ্গ-সংগঠনের বিক্ষোভ

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থিতা বাতিলের দাবিতে শহরে...

মাদ্রাসায় সভাপতি নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আমতলী ইসলামী কামিল মাদ্রাসার সভাপতি ন...

বিএনপি–জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

কীভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত—এমন মন্তব্য করে জ...

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঠেলে পাঠানো হচ্ছে

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঠেলে দেওয়ায় নিন্দা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব...

জুলাই যোদ্ধার ওপর যুবলীগ কর্মীর হামলা, মামলার অভিযোগ

লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা রাজুর ও তার পরিবারের ওপর হামলা ও সাজানো মামলার অভিযো...

ইবিতে বিজয় দিবসের খাবার মূল্যে বৈষম্য, শিক্ষার্থীদের ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল হলে বিজয় দিবস উপলক্ষে খাবারের টোকেনে আবাসিক...

ঝালকাঠি ২ আসনে জামায়াত প্রার্থীর ওপর হামলার অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা